বিজন কুমার বিশ্বাস, নিজস্ব প্রতিনিধি: থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে কক্সবাজারে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে একাধিক বিধি-নিষেধ আরোপ করেছে জেলা পুলিশ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় এক বার্তায় এসব তথ্য নিশ্চিত করেন কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস।
কক্সবাজার জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে কক্সবাজার শহর ও সমুদ্র সৈকত এলাকাসহ পুরো জেলায় আতশবাজি, পটকা ও ফানুস উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। দুর্ঘটনা এড়াতে আতশবাজি ও পটকা বিক্রি ও বিপণন কেন্দ্রও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া উন্মুক্ত স্থান ও রাস্তায় কোনো ধরনের কনসার্ট, নাচ ও গানের অনুষ্ঠান আয়োজন করা যাবে না।
৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলার সব বার ও মদের দোকান বন্ধ রাখার নির্দেশও জারি করা হয়েছে।
পুলিশ আরও জানায়, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, অপপ্রচার বা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট, আইন-শৃঙ্খলার অবনতি কিংবা নাশকতা ও সহিংসতায় জড়ানো যাবে না। একই সঙ্গে উচ্চ শব্দে গাড়ির হর্ন বাজানো, রেসিং, জয় রাইড এবং বেপরোয়া গতিতে গাড়ি বা মোটরসাইকেল চালানোও নিষিদ্ধ করা হয়েছে। নারী পর্যটকদের কোনো ধরনের ইভটিজিং বা উত্ত্যক্ত করার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হোটেল ও মোটেল কর্তৃপক্ষকে ইনডোরে কোনো অনুষ্ঠানের আয়োজন করলে তার তথ্য এবং সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে জেলা বিশেষ শাখা (ডিএসবি) কে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
কক্সবাজার জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস সবাইকে আইন মেনে চলার আহ্বান জানান।
এদিকে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের প্রধান ও অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, উন্মুক্ত স্থানে কোনো আয়োজন না থাকলেও গভীর রাত পর্যন্ত পর্যটকদের নিরাপত্তায় কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। কক্সবাজার–টেকনাফ মেরিন ড্রাইভসহ সব বিনোদন কেন্দ্রেও বাড়তি নজরদারি থাকবে বলে তিনি জানান।




