দি ক্রাইম ডেস্ক: রাঙামাটি ও রাঙ্গুনিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। রাঙামাটির আসামবস্তি–কাপ্তাই সড়কে পানির ট্যাংক ভর্তি ট্রাক উল্টে এক নারী মারা গেছেন, আর রাঙ্গুনিয়ায় দুটি সিএনজি টেক্সির মুখোমুখি সংঘর্ষে একজন চালক আহত হয়েছেন।
রাঙামাটি প্রতিনিধি জানান, জেলার আসামবস্তি–কাপ্তাই সংযোগ সড়কে পানির ট্যাংক ভর্তি ট্রাক উল্টে এক নারী নিহত হয়েছেন। নিহতের নাম কেনি চাকমা (৩২)। তিনি স্থানীয় অংচিং মারমার (চন্দন) স্ত্রী এবং এক ছেলে ও দুই কন্যা সন্তানের জননী।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, লেমুছড়ি এলাকায় সড়কের পাশে হেঁটে যাচ্ছিলেন কেনি চাকমা। এ সময় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্পের ঠিকাদারি কাজে ব্যবহৃত ট্রাকটি বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলে চাপা পড়ে তিনি। স্থানীয়রা উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর খান জানান, ঘটনাস্থল থেকে হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম উদ্দিন জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকের চালক ও একজন সহযোগীকে আটক করা হয়েছে। নিহতের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, উপজেলায় দুটি সিএনজি টেঙির মুখোমুখি সংঘর্ষে এক চালক আহত হয়েছেন। শনিবার দুপুরে গোচরা বিএম স্কয়ার কমিউনিটি সেন্টারের সামনে কাপ্তাই–চট্টগ্রাম সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোয়াজারহাট থেকে আসা যাত্রীবিহীন একটি সিএনজির সঙ্গে চট্টগ্রাম থেকে আসা অপর যাত্রীবিহীন সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর চট্টগ্রাম থেকে আসা সিএনজিটি পালিয়ে যায়।
দুর্ঘটনায় আহত সিএনজি চালক রঞ্জিত দাস (৫৫) শান্তিনিকেতন এলাকার বাসিন্দা। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ভর্তি করেন। পুলিশ ঘটনা স্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত সিএনজিটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে।




