ক্রীড়া প্রতিবেদক: তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে খাগড়াছড়িতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল ও টি টোয়েন্টি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন হয়েছে। আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ৯ম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও ৫ম জেলা প্রশাসক টি টোয়েন্টি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত।
দীঘিনালা উপজেলা ও লক্ষ্মীছড়ি উপজেলা টীমের উদ্বোধনী খেলার মধ্যদিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল ও টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট এর সূচনা শুরু হয়। টুর্নামেন্টটি আগামী ৮ জানুয়ারি ২০২৬ ইং সমাপনী চূড়ান্ত খেলার মধ্য দিয়ে শেষ হবে।
টুর্নামেন্টে খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলা ও খাগড়াছড়ি পৌরসভা টীম সহ মোট ১০টি দল অংশ নিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ এর সভাপতিত্ত্বে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, বিভাগীয় বন কর্মকর্তা মো.ফরিদ মিঞা, এনএসআই খাগড়াছড়ির যুগ্ম পরিচালক মঞ্জুর আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোস্তফা জাবেদ কাইসার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার ও খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ ভট্টাচার্য।




