ক্রীড়া প্রতিবেদক:চুনতি ডট কম ম্যারাথন আজ শুক্রবার(২৬ ডিসেম্বর)সকালে লোহাগাড়া উপজেলার চুনতি গ্রামের ইসহাক মিয়া সড়কে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। দেশের প্রথম গ্রামভিত্তিক ওয়েবসাইট চুনতি ডট কম-এর আয়োজনে চতুর্থবারের মতো অনুষ্ঠিত এই ম্যারাথনে দেশ ও বিদেশ থেকে ৮’শ এরও বেশি দৌড়বিদ অংশগ্রহণ করেন।ম্যারাথনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনতির কৃতি সন্তান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান, যাহেদুর রহমান।
May be an image of text
রবিউল হাসান আশিকের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুনতি সমিতির সভাপতি আসাদ খান, ক্রাউন সিমেন্টের প্রধান উপদেষ্টা মাসুদ খান, বিশ্বব্যাংকের লিড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট স্পেশালিস্ট সুরাইয়া জান্নাত, এফসিএ,নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোঃ ইসমাইল, চুনতি ডট কম ম্যারাথন ২০২৫-এর আহ্বায়ক ডা. মাহমুদুর রহমান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরিদ উদ্দিন খান, চুনতি সমাজকল্যাণ পরিষদের সভাপতি বাবর হোসেন সিদ্দিকী, কনফিডেন্স সল্ট লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা সরদার নওশাদ ইমতিয়াজ এবং ম্যারাথনের সদস্য সচিব কাজী আরিফুল ইসলাম।
তিনটি রেস ক্যাটাগরিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ২১.১ কিলোমিটার জেনারেল ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় মামুন আহমেদ। প্রথম রানার আপ হয় মো. সুজন, দ্বিতীয় রানার আপ মো. আব্দুল্লাহ আল নোমান এবং তৃতীয় রানার আপ মো. শামসুজ্জামান আরাফাত।
May be an image of one or more people, people smiling, road, fog and text
২১.১ কিলোমিটার ভেটেরান ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় নেপাল চন্দ্র ভৌমিক এবং প্রথম রানার আপ হয় রতন কান্তি বড়ুয়া। ২১.১ কিলোমিটার লোকাল ইনস্পিরেশন ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন নির্বাচিত হয় মো. ইফতি।
১০ কিলোমিটার জেনারেল ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হন আশরাফুল আলম। প্রথম রানার আপ মোহাম্মদ জাকির হোসেন, দ্বিতীয় রানার আপ মো. আনোয়ার, তৃতীয় রানার আপ তামিম উদ্দিন এবং চতুর্থ রানার আপ হন আসাদুর রহমান মাহাসিন। ১০ কিলোমিটার ভেটেরান ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় মো. তৈয়াব উদ্দিন, প্রথম রানার আপ মো. আতিয়ার রহমান এবং দ্বিতীয় রানার আপ খাইরুল ইসলাম।
May be an image of one or more people and text that says "2025 21.1KM RUN 10KM KM RUN N Thte GAMARATHOM I.COM SHUNATI.COM 26 th DECEMB DAT 5 အပံာ AT.CON RATHIN 2025 ONWT UNATI.COM .COM UNATI RATHON 125 JRATI IRAT 25 Hat 2025 대미지고 C G S7 P SPA 2U1"
লোকাল ইনস্পিরেশন অ্যাওয়ার্ড (জেনারেল) ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় আব্দুল্লাহ আল নোমান এবং প্রথম রানার আপ হয় আবু সালেহ মো. হাবিবুল্লাহ। ১০ কিলোমিটার লোকাল ইনস্পিরেশন অ্যাওয়ার্ড (ভেটেরান) অর্জন করেন জাবেদ আব্বাস সিদ্দিকী।
উল্লেখ্য, চুনতি ডট কম ম্যারাথন ২০২৫-এর টাইটেল স্পন্সর ছিল কনফিডেন্স সল্ট লিমিটেড। অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে যুক্ত ছিল ইস্পাহানি, সামুদা স্পেক কেমিক্যাল লিমিটেড, মুভার ও প্রথম আলো। এছাড়াও ইভেন্ট পার্টনার হিসেবে সহযোগিতা করে প্লাসনেট, সাউন্ড হেলথ হসপিটাল, ওয়ান হেলথ ডায়াগনস্টিক সেন্টার, লাইটহাউজ চুনতি, আপসাইট বাংলাদেশ এবং পেইজএক্স।
ক্রীড়া প্রতিবেদক:চুনতি ডট কম ম্যারাথন আজ শুক্রবার(২৬ ডিসেম্বর)সকালে লোহাগাড়া উপজেলার চুনতি গ্রামের ইসহাক মিয়া সড়কে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। দেশের প্রথম গ্রামভিত্তিক ওয়েবসাইট চুনতি ডট কম-এর আয়োজনে চতুর্থবারের মতো অনুষ্ঠিত এই ম্যারাথনে দেশ ও বিদেশ থেকে ৮’শ এরও বেশি দৌড়বিদ অংশগ্রহণ করেন।ম্যারাথনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনতির কৃতি সন্তান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান, যাহেদুর রহমান।
May be an image of text
রবিউল হাসান আশিকের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুনতি সমিতির সভাপতি আসাদ খান, ক্রাউন সিমেন্টের প্রধান উপদেষ্টা মাসুদ খান, বিশ্বব্যাংকের লিড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট স্পেশালিস্ট সুরাইয়া জান্নাত, এফসিএ,নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোঃ ইসমাইল, চুনতি ডট কম ম্যারাথন ২০২৫-এর আহ্বায়ক ডা. মাহমুদুর রহমান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরিদ উদ্দিন খান, চুনতি সমাজকল্যাণ পরিষদের সভাপতি বাবর হোসেন সিদ্দিকী, কনফিডেন্স সল্ট লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা সরদার নওশাদ ইমতিয়াজ এবং ম্যারাথনের সদস্য সচিব কাজী আরিফুল ইসলাম।
তিনটি রেস ক্যাটাগরিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ২১.১ কিলোমিটার জেনারেল ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় মামুন আহমেদ। প্রথম রানার আপ হয় মো. সুজন, দ্বিতীয় রানার আপ মো. আব্দুল্লাহ আল নোমান এবং তৃতীয় রানার আপ মো. শামসুজ্জামান আরাফাত।
May be an image of one or more people, people smiling, road, fog and text
২১.১ কিলোমিটার ভেটেরান ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় নেপাল চন্দ্র ভৌমিক এবং প্রথম রানার আপ হয় রতন কান্তি বড়ুয়া। ২১.১ কিলোমিটার লোকাল ইনস্পিরেশন ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন নির্বাচিত হয় মো. ইফতি।
১০ কিলোমিটার জেনারেল ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হন আশরাফুল আলম। প্রথম রানার আপ মোহাম্মদ জাকির হোসেন, দ্বিতীয় রানার আপ মো. আনোয়ার, তৃতীয় রানার আপ তামিম উদ্দিন এবং চতুর্থ রানার আপ হন আসাদুর রহমান মাহাসিন। ১০ কিলোমিটার ভেটেরান ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় মো. তৈয়াব উদ্দিন, প্রথম রানার আপ মো. আতিয়ার রহমান এবং দ্বিতীয় রানার আপ খাইরুল ইসলাম।
May be an image of one or more people and text that says "2025 21.1KM RUN 10KM KM RUN N Thte GAMARATHOM I.COM SHUNATI.COM 26 th DECEMB DAT 5 အပံာ AT.CON RATHIN 2025 ONWT UNATI.COM .COM UNATI RATHON 125 JRATI IRAT 25 Hat 2025 대미지고 C G S7 P SPA 2U1"
লোকাল ইনস্পিরেশন অ্যাওয়ার্ড (জেনারেল) ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় আব্দুল্লাহ আল নোমান এবং প্রথম রানার আপ হয় আবু সালেহ মো. হাবিবুল্লাহ। ১০ কিলোমিটার লোকাল ইনস্পিরেশন অ্যাওয়ার্ড (ভেটেরান) অর্জন করেন জাবেদ আব্বাস সিদ্দিকী।
উল্লেখ্য, চুনতি ডট কম ম্যারাথন ২০২৫-এর টাইটেল স্পন্সর ছিল কনফিডেন্স সল্ট লিমিটেড। অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে যুক্ত ছিল ইস্পাহানি, সামুদা স্পেক কেমিক্যাল লিমিটেড, মুভার ও প্রথম আলো। এছাড়াও ইভেন্ট পার্টনার হিসেবে সহযোগিতা করে প্লাসনেট, সাউন্ড হেলথ হসপিটাল, ওয়ান হেলথ ডায়াগনস্টিক সেন্টার, লাইটহাউজ চুনতি, আপসাইট বাংলাদেশ এবং পেইজএক্স।