দি ক্রাইম ডেস্ক: নগরের চান্দগাঁও থানায় সংঘটিত চাঞ্চল্যকর ইমন দাশ হত্যা মামলার প্রধান আসামি নয়ন মহাজন (২৯) এবং তার সহযোগী নেজাম উদ্দিনকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (২৪ ডিসেম্বর) হাটহাজারী উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
র্যাব জানায়, নিহত ইমন দাশ চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার বাসিন্দা হলেও পরিবারসহ চান্দগাঁও থানাধীন এলাকায় বসবাস করতেন। গত ৩০ নভেম্বর ভোরে পূজার ফুল সংগ্রহের উদ্দেশ্যে চান্দগাঁও থানাধীন মৌলভীবাজার সেন বাড়ি এলাকায় গেলে পূর্ব শত্রুতার জেরে নয়ন মহাজন ও তার সহযোগীরা ইমন দাশের পথরোধ করে।
এ সময় দেশীয় ধারালো অস্ত্র, লোহার রড, চাকু ও রামদা দিয়ে ইমন দাশের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ইমনের চিৎকারে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৪ ডিসেম্বর তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বাবা সাগর দাশ বাদী হয়ে চান্দগাঁও থানায় পাঁচজন এজাহারনামীয় ও দুই থেকে তিনজন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই পলাতক আসামিদের গ্রেপ্তারে র্যাব গোয়েন্দা নজরদারি ও ছায়াতদন্ত শুরু করে।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, প্রধান পলাতক আসামি নয়ন মহাজন হাটহাজারী এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে বুধবার হাটহাজারীর বিশ্ববিদ্যালয় রোড এলাকায় অভিযান চালিয়ে নয়ন মহাজনকে এবং পরবর্তী সময়ে তার দেওয়া তথ্য অনুযায়ী একই দিন হাটহাজারীর মদনহাট এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোহাম্মদ নেজাম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।




