দি ক্রাইম ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে জেলা শহরের বিশ্বরোড মোড়স্থ ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও পুলিশের মোটরসাইকেলসহ বিভিন্ন আসবাবপত্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার সার্কিট হাউস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রিফাত ও সোহাগ। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ শহরের সার্কিট মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স চেক করছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের সদস্যরা। বিকেল সাড়ে ৪টার দিকে রিফাত ও সোহাগ মোটরসাইকেল যোগে সার্কিট হাউজ রোড দিয়ে শহরের যাচ্ছিলেন। এই সময় ট্রাফিক পুলিশের সদস্যরা তাদের থামার সংকেত দিলে এবং তারা উচ্চ গতিতে মোটরসাইকেল চালিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। পরে মোটরসাইকেল স্লিপ করে মহাসড়কের নিচে ট্রাকে নিচে পড়ে যায়। ঘটনাস্থলের রিফাত মারা যায়। এবং স্থানীয় লোকজন সোহাগকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দিকে যাওয়ার পথে সোহাগ মারা যায়।
পরে বিক্ষুব্ধ জনতা ট্রাফিক পুলিশের ওপর ক্ষিপ্ত হয়ে শহরের শান্তিমোড় ও বিশ্বরোডে অবস্থিত পুলিশ বক্স এবং শহরের পুলিশ ফাঁড়িতে ভাঙচুর ও আগুন দেয়।
অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ গণমাধ্যমকে জানান, বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে।




