নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের প্রবীণ সাংবাদিক মোনায়েম খান (এমকে মোমিন) (৫৮) আর নেই। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানা যায়, সকালের দিকে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোনায়েম খান কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভিরাল্লা গ্রামের বাসিন্দা। একই দিন শুক্রবার বাদ মাগরিব নিজ গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

চট্টগ্রাম সাংবাদিক মহলে এমকে মোমিন ছিলেন সুপরিচিত মুখ। তিনি চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ) এর সদস্য এবং বৃহত্তর কুমিল্লা সাংবাদিক ফোরাম চট্টগ্রামের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সাংবাদিকতা পেশায় দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনে তিনি নয়া বাংলা কাজ করেন এবং বর্তমানে দৈনিক গিরিদর্পণ পত্রিকায় ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততা সহকর্মীদের শ্রদ্ধা অর্জন করেছিলেন।

এমকে মোমিনের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে চট্টগ্রাম ও কুমিল্লার সাংবাদিক সমাজে শোকের ঢল নামে। বিভিন্ন সাংবাদিক সংগঠন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। প্রয়াত এই সাংবাদিকের কর্মনিষ্ঠা ও অবদান স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন সহকর্মীরা।

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের প্রবীণ সাংবাদিক মোনায়েম খান (এমকে মোমিন) (৫৮) আর নেই। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানা যায়, সকালের দিকে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোনায়েম খান কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভিরাল্লা গ্রামের বাসিন্দা। একই দিন শুক্রবার বাদ মাগরিব নিজ গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

চট্টগ্রাম সাংবাদিক মহলে এমকে মোমিন ছিলেন সুপরিচিত মুখ। তিনি চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ) এর সদস্য এবং বৃহত্তর কুমিল্লা সাংবাদিক ফোরাম চট্টগ্রামের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সাংবাদিকতা পেশায় দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনে তিনি নয়া বাংলা কাজ করেন এবং বর্তমানে দৈনিক গিরিদর্পণ পত্রিকায় ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততা সহকর্মীদের শ্রদ্ধা অর্জন করেছিলেন।

এমকে মোমিনের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে চট্টগ্রাম ও কুমিল্লার সাংবাদিক সমাজে শোকের ঢল নামে। বিভিন্ন সাংবাদিক সংগঠন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। প্রয়াত এই সাংবাদিকের কর্মনিষ্ঠা ও অবদান স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন সহকর্মীরা।