দি ক্রাইম ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চাপাতি দিয়ে নয়ন আলী (২৫) নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস।
সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের বাবুপুর মোড়ে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার নয়ালাভাঙ্গা মোড়লটোলা গ্রামের আবদুল করিমের ছেলে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় ছত্রাজিতপুর বাজার থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি ফিরছিলেন নয়ন আলী। এ সময় বাবুপুর মোড় এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি গতিরোধ করে নয়নকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ৮টার দিকে মারা যান।
শিবগঞ্জ থানার ওসি হুমায়ন কবির বলেন, ঘটনাটি শুনেছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত আছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।




