দি ক্রাইম ডেস্ক: কুমিল্লার মনোহরগঞ্জে যৌথ অভিযান চালিয়ে ৫৭০ পিস ইয়াবাসহ শিপন–রাহেলা দম্পতিকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (৮ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে উপজেলার লক্ষণপুর খালপাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
অভিযান শেষে উদ্ধার করা ইয়াবা ও আটককৃতদের মনোহরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরগঞ্জ সেনা ক্যাম্পের কমান্ডার তাহমিদ বিন ফারুক।
সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষণপুর খালপাড় এলাকায় শিপন মিয়া (৩০) ও তার স্ত্রী রাহেলা আক্তার (২৫)—এর অবস্থান নিশ্চিত হয়ে সেনা সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করেন। এ সময় তাদের কাছ থেকে ৫৭০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে আরও ইয়াবা থাকার সন্দেহে তাদের নিয়ে যাওয়া হয় উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের বড় পরানপুর এলাকার ভাড়া বাসায়। সেখানে তল্লাশিতে আরও ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে মনোহরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বশির আহমেদসহ সেনা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, আটক শিপন–রাহেলা দম্পতির স্থায়ী ঠিকানা কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিবির বাজার ইউনিয়নের গাজীপুর গ্রামে। শিপন পেশায় কাঠমিস্ত্রি হলেও সেই পরিচয়ের আড়ালে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে। স্ত্রী রাহেলাও তার সহযোগী হিসেবে মাদক কারবারে যুক্ত ছিলেন। তারা জেলার বিভিন্ন এলাকায় ভাসমান ভাড়াটিয়া হিসেবে অবস্থান নিয়ে দীর্ঘদিন ধরে মাদক কারবারি পরিচালনা করে আসছিলেন। সন্দেহের সৃষ্টি হলে স্থান পরিবর্তন করাই ছিল তাদের নিয়মিত কৌশল।
এ বিষয়ে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম বলেন, ঘটনাটি নিয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। মঙ্গলবার গ্রেপ্তারকৃতদের কুমিল্লার আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।




