দি ক্রাইম ডেস্ক: ঢাকার মোহাম্মদপুরে একটি বাসা থেকে এক নারী ও তার মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—লায়লা আফরোজ (৪৮) এবং তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৭)।

মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মামুন জানান, লায়লার স্বামী এ জেড আজিজুল ইসলাম উত্তরার একটি স্কুলের শিক্ষক। সকালে তিনি বাইরে গিয়েছিলেন। সাড়ে ১০টার দিকে বাসায় ফিরে স্ত্রী-কন্যার রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।”

এ ঘটনার পর ওই বাসার গৃহকর্মী নিখোঁজ রয়েছে বলে পুলিশ জানায়। পুলিশের ধারণা, গৃহকর্মী তাদের ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

নিহতদের মরদেহ উদ্ধার করে ঢাকার সোহরাওয়ারর্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

দি ক্রাইম ডেস্ক: ঢাকার মোহাম্মদপুরে একটি বাসা থেকে এক নারী ও তার মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—লায়লা আফরোজ (৪৮) এবং তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৭)।

মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মামুন জানান, লায়লার স্বামী এ জেড আজিজুল ইসলাম উত্তরার একটি স্কুলের শিক্ষক। সকালে তিনি বাইরে গিয়েছিলেন। সাড়ে ১০টার দিকে বাসায় ফিরে স্ত্রী-কন্যার রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।”

এ ঘটনার পর ওই বাসার গৃহকর্মী নিখোঁজ রয়েছে বলে পুলিশ জানায়। পুলিশের ধারণা, গৃহকর্মী তাদের ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

নিহতদের মরদেহ উদ্ধার করে ঢাকার সোহরাওয়ারর্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।