দি ক্রাইম ডেস্ক: বান্দরবানের থানচিতে নাফাখুম জলপ্রপাতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ৪৮ ঘণ্টা পর পর্যটক মো. ইকবাল হোসেন (২৫)–এর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রোববার (১৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে ফায়ার সার্ভিসের চট্টগ্রামের আগ্রাবাদ স্টেশনের ডুবুরি দল মৃতদেহটি উদ্ধার করতে সক্ষম হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ঢাকার ডেমরা থেকে ১৭ সদস্যের একটি পর্যটক দল নাফাখুম ভ্রমণে আসে। সেখানে গোসল করতে নামলে ইকবাল পানির স্রোতে তলিয়ে যান। এলাকাটি মোবাইল নেটওয়ার্কবিহীন হওয়ায় সঙ্গে থাকা সদস্যরা পরদিন সকালে থানচি এসে বিষয়টি প্রশাসনকে জানান। পরে পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে অভিযান চালানো হয়।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম আগ্রাবাদের স্টেশন অফিসার ডুবুরি দলের প্রধান রহিদুল ইসলাম জানান, জলপ্রপাতের গভীর অংশে খুমের ভেতর থেকে দীর্ঘ ৮ ঘণ্টা প্রচেষ্টার পর মরদেহটি উদ্ধার করা হয়।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দিন মজুমদার জানান, নাফাখুমের ডুবে নিখোঁজ পর্যটকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারী দলসহ যৌথ উদ্ধারকারীরা থানচি সদরে পৌঁছাতে রাত হবে। আইনত কার্যক্রম শেষে সোমবার (১৭ নভেম্বর) সকালে মৃতদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।




