দি ক্রাইম ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় উচ্চস্বরে সাউন্ডবক্স বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (১৬ নভেম্বর) সকাল থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের সিঙ্গারিয়া গ্রামে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সিঙ্গারিয়া গ্রামে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন ইউপি সদস্য মো. আসাদ মাতুব্বর এবং অন্য পক্ষের নেতৃত্বে রয়েছেন মনির মোল্লা।
সংঘর্ষের সূত্রপাত গত (১৩ নভেম্বর) বৃহস্পতিবার রাতে মনির মোল্লার সমর্থক বাবলু মোল্লার ছেলের সুন্নতে খাতনা উপলক্ষে অনুষ্ঠান চলাকালে উচ্চস্বরে সাউন্ডবক্স বাজানো নিয়ে। এসময় আসাদ মাতুব্বরের সমর্থকরা আপত্তি জানান এবং পরে ৯৯৯–এ ফোন করলে পুলিশ এসে সাউন্ডবক্স বাজানো বন্ধ করে দেয়। এরপর থেকেই গ্রামে উত্তেজনা সৃষ্টি হয়।
এ ঘটনার জের ধরে রোববার (১৬ নভেম্বর) সকালে মনির মোল্লার অনুসারীরা আসাদ মাতুব্বরের লোক জাফর মাতুব্বরকে মারধর করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর দুই পক্ষের গ্রামবাসী দেশীয় অস্ত্র, লাঠিসোটা, ঢাল, টেটা, ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




