দি ক্রাইম ডেস্ক: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরের দোগাছি ও হাসাড়ায এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা ২ জন পথচারীর নিহত হয়েছে।
শনিবার রাত পৌনে ৮টার দিকে দোগাছি এলাকায় একটি এম্বুলেন্স এর ধাক্কায় অজ্ঞাতনামা ১জনের মৃত্যু হয়। এর আগে রাত সারে ৭টার দিকে একটি মটর সাইকেলের ধাক্কায় অজ্ঞাত আরেক পথচারী নিহত হয়। খবর পেয়ে দুটি মরদেহ উদ্ধার করেছে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি দল।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ার আজাদ হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গেই মৃতদেহ দুটি উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি দল। এম্বুলেন্সটি আটক করে হাসাড়া ফাঁড়িতে নেয়া হয়েছে।
Post Views: 36




