দি ক্রাইম ডেস্ক: খুলনার রূপসা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে সোহেল হাওলাদার (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের রহিমনগর গ্রামের মানিক সরদারের বালুর মাঠে এ হত্যাকাণ্ড ঘটে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুস সবুর খান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। নিহত সোহেল ওই গ্রামের রোস্তম হাওলাদারের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন প্রবাসে থাকার পর সম্প্রতি দেশে ফেরেন সোহেল হাওলাদার। বৃহস্পতিবার রাতে তিনি বাড়ির পাশে মাঠে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুস সবুর খান জানান, সোহেল রুটি ও দই কেনার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন। দুর্বৃত্তেদর ছোড়া আটটি গুলি তার শরীরের বিভিন্ন স্থানে বিদ্ধ হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

দি ক্রাইম ডেস্ক: খুলনার রূপসা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে সোহেল হাওলাদার (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের রহিমনগর গ্রামের মানিক সরদারের বালুর মাঠে এ হত্যাকাণ্ড ঘটে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুস সবুর খান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। নিহত সোহেল ওই গ্রামের রোস্তম হাওলাদারের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন প্রবাসে থাকার পর সম্প্রতি দেশে ফেরেন সোহেল হাওলাদার। বৃহস্পতিবার রাতে তিনি বাড়ির পাশে মাঠে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুস সবুর খান জানান, সোহেল রুটি ও দই কেনার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন। দুর্বৃত্তেদর ছোড়া আটটি গুলি তার শরীরের বিভিন্ন স্থানে বিদ্ধ হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।