দি ক্রাইম ডেস্ক: ঘূর্ণিঝড় ‘মন্থা’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে এখন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। আজ সন্ধ্যায় এটা ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বার্তায় বলা হয়েছে, ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে সাগর কিছুটা উত্তাল রয়েছে। ফলে কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং সিলেটের অনেক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে। তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আগামীকাল বুধবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রাম ও সিলেটের অনেক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
ভারতের গণমাধ্যমে বলা হয়েছে, শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় মন্থা। মঙ্গলবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের উপকূলে ১১০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে। এর প্রভাবে অন্ধ্র এবং ওড়িশার উপকূলে বড় ধরেনর ক্ষতির আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা৷
ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর৷ সেই সঙ্গে ৩০ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷




