বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে বীর বাহাদুর স্কুল ও কলেজে নব নির্মীত ছাত্রাবাসের উদ্বোধন ও একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।  প্রকল্পগুলো হলো- পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের ১০লাখ টাকার ব্যয়ে নব-নিমিত ছাত্রবাস উদ্ধোধন ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে কলেজের একাডেমিক ভবন ভিত্তি প্রস্তর স্থাপন।

রবিবার সকালে শহরের নতুনপাড়া এলাকায় স্কুল প্রাঙ্গনে বেলুন ও পায়রা উড়িয়ে এই প্রকল্পের উদ্বোধন করেন তিনি। পরে স্কুল মাঠে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন- শিক্ষাক্ষেত্রে এগিয়ে গেছে পার্বত্যাঞ্চল। প্রতিটি উপজেলায় সরকারী কলেজ থেকে শুরু করে বান্দরবানে স্কুল, মাদরাসার পাশাপাশি দরিদ্র শিক্ষার্থীদের কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতিষ্ঠা হয়েছে। এতে সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে পাহাড়ের ছাত্র-ছাত্রীরা।
তিনি আরও বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার পার্বত্য এলাকার মানুষের প্রতি আন্তরিক। এ সরকারের আমলে পার্বত্য এলাকায় দৃশ্যমান টেকসই উন্নয়ন সাধিত হচ্ছে। মানুষের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নের জন্য সরকার সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।

এসময় পাবত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকতা এটিএম কাউছার, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর, লক্ষী পদ দাশ, পৌর আওয়ামীলীগ সভাপতি অমল কান্তি দাশ, পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব সাদেক হোসেন চৌধুরী, কলেজের অধ্যাক্ষ মো: মফিজুল ইসলামসহ জেলা পরিষদের সদস্য উন্নয়ন বোর্ড কর্মকতা ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

 

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে বীর বাহাদুর স্কুল ও কলেজে নব নির্মীত ছাত্রাবাসের উদ্বোধন ও একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।  প্রকল্পগুলো হলো- পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের ১০লাখ টাকার ব্যয়ে নব-নিমিত ছাত্রবাস উদ্ধোধন ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে কলেজের একাডেমিক ভবন ভিত্তি প্রস্তর স্থাপন।

রবিবার সকালে শহরের নতুনপাড়া এলাকায় স্কুল প্রাঙ্গনে বেলুন ও পায়রা উড়িয়ে এই প্রকল্পের উদ্বোধন করেন তিনি। পরে স্কুল মাঠে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন- শিক্ষাক্ষেত্রে এগিয়ে গেছে পার্বত্যাঞ্চল। প্রতিটি উপজেলায় সরকারী কলেজ থেকে শুরু করে বান্দরবানে স্কুল, মাদরাসার পাশাপাশি দরিদ্র শিক্ষার্থীদের কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতিষ্ঠা হয়েছে। এতে সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে পাহাড়ের ছাত্র-ছাত্রীরা।
তিনি আরও বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার পার্বত্য এলাকার মানুষের প্রতি আন্তরিক। এ সরকারের আমলে পার্বত্য এলাকায় দৃশ্যমান টেকসই উন্নয়ন সাধিত হচ্ছে। মানুষের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নের জন্য সরকার সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।

এসময় পাবত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকতা এটিএম কাউছার, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর, লক্ষী পদ দাশ, পৌর আওয়ামীলীগ সভাপতি অমল কান্তি দাশ, পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব সাদেক হোসেন চৌধুরী, কলেজের অধ্যাক্ষ মো: মফিজুল ইসলামসহ জেলা পরিষদের সদস্য উন্নয়ন বোর্ড কর্মকতা ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।