নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের ৫ লাখ ৩৫ হাজার পরিবার ফ্যামিলি কার্ডে কম দামে টিসিবির পণ্য কিনতে পারবে।
রোববার (২০ মার্চ) নগরীর ৪১টি ওয়ার্ডে, ১৫টি উপজেলার ১৯১টি ইউনিয়নে ও ১৫টি পৌরসভায় একযোগে শুরু হবে এসব পণ্য বিতরণ কার্যক্রম। এরমধ্যে নগরীতে ৩ লাখ ৯৬৩ পরিবার, উপজেলাগুলোতে ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ এবং পৌরসভাগুলোতে ৪৭ হাজার ৬৭০ পরিবার এ সুবিধা পাবে।
চট্টগ্রাম জেলায় মোট ৮৪ জন ডিলারের মাধ্যমে ৫ লাখ ৩৫ হাজার ৮২ জন উপকারভোগীর কাছে রোজার আগে প্রথম পর্যায়ে স্বল্পমূল্যে ভোগ্যপণ্য বিক্রি করা হবে। এতে প্রতিজনকে ২ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল দেওয়া হবে।
এক্ষেত্রে চিনি প্রতি কেজি ৫৫ টাকা, মশুর ডাল প্রতি কেজি ৬৫ টাকা এবং সয়াবিন তেলের প্রতি লিটার ১১০ টাকা হারে দর নির্ধারণ করা হয়েছে। প্রথম পর্যায়ে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল নিতে মোট ৪৬০ টাকা লাগবে কার্ডধারীদের।
উল্লেখ্য, রোববার সকাল ১০টায় বিক্রি শুরু হয়। পরবর্তী ১০ দিনের মধ্যে প্রথম ধাপের বিক্রি সম্পন্ন করা হবে।
জেলা প্রশাসক জানান, টিসিবির এ কার্যক্রম পরিচালনায় জেলা পর্যায়ে মনিটরিং কমিটি, পৌরসভা ও উপজেলা পর্যায়ে বাস্তবায়ন কমিটি এবং ইউনিয়ন পর্যায়ে ট্যাগ টিম জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে উপকারভোগী নির্বাচন করেছে।



