লিটন কুতুবি, কুতুবদিয়া: কুতুবদিয়ায় মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করার অভিযোগে মামলাবাজ মিজবাহ উদ্দিনকে আটক করে। আজ শনিবার (১৯ মার্চ) দুপুরে কুতুবদিয়া থানার ডিউটি অফিসার উপ সহকারী পরিদর্শক রতন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে উত্তর কৈয়ারবিল এলাকা থেকে তাকে আটক করে।
ঘঠনা বিবরণে জানা গেছে, তদন্তে ঘটনা মিথ্যা প্রমানিত হওয়ায় বাংলাদেশ দন্ডবিধি ২১১ মোতাবেক বাদি কৈয়ারবিল ইউনিয়নের ইমাম আবু হানিফা একাডেমি মাদরাসার সাবেক সুপার (রাজাকার তালিকার ১৪ নং) মৃত নুরুজ্জামান হেলালীর প্রথম পুত্র মিজবাহ উদ্দিন। সে গত বছর ৩১ মে /২১ তারিখ নিজে বাদি হয়ে কুতুবদিয়া জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে (সিআর ১০৫ /২১) মামলা রুজু করে উত্তর কৈয়ারবিল ইউনিয়নের তমিজ উদ্দিনের ছেলে সেলিম উদ্দিন গংদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে। এ মামলায় তদন্তে ঘটনা মিথ্যা প্রমানিত হওয়ায় তদন্ত কর্মকর্তা বাদীর বিরুদ্ধে ২১১ দন্ডবিধি মোতাবেক আদালত মামলা রুজু করে। সে সময়ে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ারা জারী করেন।
আটকের বিষয়টি নিশ্চিত করেন কুতুবদিয়া থানার ওসি মোঃ ওমর হায়দার।



