দি ক্রাইম ডেস্ক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ১০ বছর বয়সী এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এই ঘটনা জানাজানি হওয়ার পর ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত শিক্ষক ও মাদ্রাসার অধ্যক্ষকে গণপিটুনি দিয়েছে।

বুধবার (৮ অক্টোবর) রাতে সিদ্ধিরগঞ্জের নাসিক ৯ নম্বর ওয়ার্ডের ‘জালকুড়ি ইসলামিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসায়’ এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, গত শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১০টায় ওই মাদ্রাসার এক শিশুশিক্ষার্থীকে শিক্ষক সাইফুল ইসলাম (২৭) ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করেন। ঘটনার পর ওই ছাত্র মাদ্রাসার অধ্যক্ষ মিজানুর রহমানকে ঘটনাটি জানালে তিনি কাউকে না বলার জন্য ভয় দেখান। বুধবার (৮ অক্টোবর) বিষয়টি এলাকায় জানাজানি হলে রাত পৌনে ৯টায় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে শিক্ষক সাইফুল ইসলাম ও অধ্যক্ষ মিজানুর রহমানকে গণপিটুনি দেয়।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনাস্থলে পৌঁছান। পুলিশের এই কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘আমরা ঘটনার খবর পেয়ে দ্রুত এখানে আসি। অপ্রীতিকর ঘটনা এড়াতে অভিযুক্ত শিক্ষককে আমাদের হেফাজতে নিয়েছি। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। বিস্তারিত পরে জানাতে পারব। এই ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. শাহিনুর আলম বলেন, অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। ভুক্তভোগী ছাত্র ও তার পরিবারের সঙ্গে কথা বলা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দি ক্রাইম ডেস্ক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ১০ বছর বয়সী এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এই ঘটনা জানাজানি হওয়ার পর ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত শিক্ষক ও মাদ্রাসার অধ্যক্ষকে গণপিটুনি দিয়েছে।

বুধবার (৮ অক্টোবর) রাতে সিদ্ধিরগঞ্জের নাসিক ৯ নম্বর ওয়ার্ডের ‘জালকুড়ি ইসলামিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসায়’ এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, গত শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১০টায় ওই মাদ্রাসার এক শিশুশিক্ষার্থীকে শিক্ষক সাইফুল ইসলাম (২৭) ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করেন। ঘটনার পর ওই ছাত্র মাদ্রাসার অধ্যক্ষ মিজানুর রহমানকে ঘটনাটি জানালে তিনি কাউকে না বলার জন্য ভয় দেখান। বুধবার (৮ অক্টোবর) বিষয়টি এলাকায় জানাজানি হলে রাত পৌনে ৯টায় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে শিক্ষক সাইফুল ইসলাম ও অধ্যক্ষ মিজানুর রহমানকে গণপিটুনি দেয়।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনাস্থলে পৌঁছান। পুলিশের এই কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘আমরা ঘটনার খবর পেয়ে দ্রুত এখানে আসি। অপ্রীতিকর ঘটনা এড়াতে অভিযুক্ত শিক্ষককে আমাদের হেফাজতে নিয়েছি। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। বিস্তারিত পরে জানাতে পারব। এই ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. শাহিনুর আলম বলেন, অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। ভুক্তভোগী ছাত্র ও তার পরিবারের সঙ্গে কথা বলা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।