বান্দরবান প্রতিনিধি: শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বান্দরবান বৌদ্ধ ছাত্র পরিষদ, বান্দরবান সদর কর্তৃক আয়োজিত বন্দনা , কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ সোমবার(০৬ অক্টোবর) উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ।
প্রধান অতিথি বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম, বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে সবাই যদি পরস্পরের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও সহনশীলতা প্রদর্শন করি, তবে সমাজে সত্যিকার শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠিত হবে।”
তিনি আরও বলেন, সকল ধর্মের মানুষকে পারস্পরিক সৌহার্দ্য ও সম্মান বজায় রেখে একে অপরের সুখ-দুঃখে পাশে দাঁড়াতে, যেন বান্দরবান সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে সমগ্র দেশের সামনে উদাহরণ সৃষ্টি করতে পারে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি সভাপতি ও শিক্ষক সম্পদ বড়ুয়া।
তিনি বলেন, যারা ধর্মীয় সম্প্রীতি, সামাজিক সংহতি ও তরুণ প্রজন্মের সৃজনশীল বিকাশের গুরুত্ব নিয়ে মতামত ব্যক্ত করেন।
পুরস্কার বিতরণ শেষে উপস্থিত অতিথি, শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং দর্শকদের অংশগ্রহণে প্রবারণা পূর্ণিমার আলোক উৎসব আনন্দঘন পরিবেশে পরিণত হয়।
Post Views: 78




