প্রেস বিজ্ঞপ্তি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। গত বৃহস্পতিবার ১৭ মার্চ সকালে ধানমন্ডির ৩২ নাম্বারে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীগের সভানেত্রী মিসেস হাসিনা মহিউদ্দিন।
উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউন্সিলর নীলু নাগ, যুগ্ন সম্পাদক মালেকা চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেবুনেসা চৌধুরী, দপ্তর সম্পাদক হাসিনা আক্তার টুনু, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক কাউন্সিলর হুরে আরা বিউটি, মা ও শিশু বিষয়ক সম্পাদক শারমিন ফারুক, ধর্ম বিষয়ক সম্পাদক আয়েশা আলম, সদস্য কাউন্সিল তাসলিমা নুরজাহান রুবি, আইন বিষয়ক সম্পাদক রোকসানা আক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক খুরশিদা বেগম, কাউন্সিল আঞ্জুমান আরা, লাভলী বেগম প্রমূখ।
এ সময় সভানেত্রী হাসিনা মহিউদ্দিন বলেন, বঙ্গবন্ধু সারাজীবন এদেশের মাটি ও মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করেছেন। বাঙালি জাতির মুক্তির জন্য জীবনের ১৪ বছর পাকিস্থানের কারাগারে বন্দি থেকেছেন। দুইবার ফাঁসির মঞ্চে হয়েছেন মৃত্যুর মুখোমুখি। কিন্তু আত্মমর্যাদা ও বাঙালি জাতির অধিকারের প্রশ্নে কখনো মাথা নত করেননি। তিনি বলেন, ১৯৫২-এর ভাষা আন্দোলন, ’৫৪- এর যুক্তফ্রন্ট নির্বাচন, ’৬২- এর শিক্ষা আন্দোলন, ’৬৬- এর ছয় দফা আন্দোলন, ’৬৯-এর গণঅভ্যুত্থান পেরিয়ে ’৭০ সালের ঐতিহাসিক নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির অবিসংবাদিত নেতা হিসেবে প্রতিষ্ঠিত হন।



