নিজস্ব প্রতিবেদক: নগরীর পুরাতন চান্দগাঁও এলাকায় সিডিএর জলাবদ্ধতা প্রকল্পের কাজ করার সময় এক্সেভেটর থেকে লোহারপাত ছিটকে পড়ে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় এক্সেভেটর চালকের এক সহকারীও আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে নগরের চান্দগাঁও থানার পাঠানিয়াগোদা এলাকায় এ ঘটনা ঘটে। এরপর গুরুতর আহত অবস্থায় ওই পথচারীকে নগরীর বেসরকারি পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত পথচারীর নাম মুজিবুর রহমান (৫০)। তিনি বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁনপুর এলাকার বাসিন্দা। তিনি পাঠানিয়াগোদা এলাকায় ভাড়া থাকতেন। আর আহত ব্যক্তির নাম নুর মুহাম্মদ (৫৫)।
জলাবদ্ধতা নিরসন প্রকল্প বাস্তবায়নকারী সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন বিগ্রেডের লেফটেন্যান্ট কর্নেল ও প্রকল্প পরিচালক মো. শাহ আলী জানান, রাতে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলছিল। এ সময় এক্সেভেটর থেকে একটি লোহার পাইল খুলে পড়ে যায়। এতে একজন পথচারী ও এক্সেভেটর চালকের সহকারী অপারেটর আহত হন। দুইজনকে উদ্ধার করে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত সাড়ে ১১টার দিকে পথচারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর এক্সেভেটরের চালকের সহকারী এখনও হাসপাতালে ভর্তি আছেন।
তিনি আরও বলেন, এক্সেভেটরে লোহার পাইলগুলো প্রথমে ডব্লিউওয়ার দিয়ে আটকানো হয়। তারপর এগুলোকে ড্রিপ করে ড্রাইভ করা হয়। ডব্লিউওয়ার ছুটে বা পড়ে গিয়ে পাইলটি খুলে পড়ে যায় বলে জানতে পেরেছি।

নিজস্ব প্রতিবেদক: নগরীর পুরাতন চান্দগাঁও এলাকায় সিডিএর জলাবদ্ধতা প্রকল্পের কাজ করার সময় এক্সেভেটর থেকে লোহারপাত ছিটকে পড়ে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় এক্সেভেটর চালকের এক সহকারীও আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে নগরের চান্দগাঁও থানার পাঠানিয়াগোদা এলাকায় এ ঘটনা ঘটে। এরপর গুরুতর আহত অবস্থায় ওই পথচারীকে নগরীর বেসরকারি পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত পথচারীর নাম মুজিবুর রহমান (৫০)। তিনি বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁনপুর এলাকার বাসিন্দা। তিনি পাঠানিয়াগোদা এলাকায় ভাড়া থাকতেন। আর আহত ব্যক্তির নাম নুর মুহাম্মদ (৫৫)।
জলাবদ্ধতা নিরসন প্রকল্প বাস্তবায়নকারী সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন বিগ্রেডের লেফটেন্যান্ট কর্নেল ও প্রকল্প পরিচালক মো. শাহ আলী জানান, রাতে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলছিল। এ সময় এক্সেভেটর থেকে একটি লোহার পাইল খুলে পড়ে যায়। এতে একজন পথচারী ও এক্সেভেটর চালকের সহকারী অপারেটর আহত হন। দুইজনকে উদ্ধার করে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত সাড়ে ১১টার দিকে পথচারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর এক্সেভেটরের চালকের সহকারী এখনও হাসপাতালে ভর্তি আছেন।
তিনি আরও বলেন, এক্সেভেটরে লোহার পাইলগুলো প্রথমে ডব্লিউওয়ার দিয়ে আটকানো হয়। তারপর এগুলোকে ড্রিপ করে ড্রাইভ করা হয়। ডব্লিউওয়ার ছুটে বা পড়ে গিয়ে পাইলটি খুলে পড়ে যায় বলে জানতে পেরেছি।