ক্রাইম প্রতিবেদক: শহর রেঞ্জ ও RAB-7 এর যৌথ সাঁড়াশি অভিযানে অবৈধ পরিবহনকালে দু’জন আসামীসহ ট্রাক বোঝাই বিবিধ অবৈধ গোলকাঠ জব্দ করেছে। আজ শুক্রবার ভোর সাড় ৪টায় নগরীর বায়েজিদ থানাধীন বায়েজিদ রোডের শেরশাহ থেকে কাঠ পাচারকারী মোহাম্মদ শহীদ ও বদিউল আলমকে আটক করে।

চট্টগ্রাম উত্তর বন বিভাগ এর বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীর নির্দেশনায় নগরীর বায়েজিদ থানাধীন বায়েজিদ রোডের শেরশাহ নামক স্থানে শহর রেঞ্জ ও RAB -7 পতেঙ্গার যৌথ অভিযানে বিবিধ গোলকাঠ বোঝাই ট্রাক নং-চ:মে:ট-১১-৮৫৫০ সংকেত দিয়ে থামানো হয়, তাৎক্ষনিক পরীক্ষান্তে বৈধ কোন চিহ্ন না থাকায় দুই কাঠ পাচারকারী ও বিবিধ গোল কাঠ ২৯৮ টুকরা বা ৪৩৫ ঘনফুট বোঝাই ট্রাকটি জব্দ করা হয়।
জব্দকৃত মালামাল কালুরঘাট ডিপো হেফাজতে রাখা হয় এবং ধৃত আসামী দুজন কোর্ট এ সোপর্দ করাসহ বন মামলার কাজ প্রক্রিয়াধীন রয়েছে ।
Post Views: 657



