প্রেস বিজ্ঞপ্তি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম শুভ জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও কেক কেটে জাতীয় শিশু দিবস পালন করেছে আনোয়ারা প্রেসক্লাব।গতকাল বৃহস্পতিবার (১৭ ই মার্চ) দুপুরে আনোয়ারা সদরের একটি কমিউনিটি সেন্টারে প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক এম জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সাংবাদিক রফিক তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম খান।
বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা, মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগ নেতা কবির আহমদ আজাদ, মুক্তিযোদ্ধার সন্তান এম এ হান্নান, মুক্তিযোদ্ধার সন্তান আবদুল কাদের, মুক্তিযোদ্ধার সন্তান শওকতুল কবির চৌধুরী, সংবাদকর্মী সিরাজুল কবির, ব্লগার সরফুদ্দিন রিজবি, সমাজসেবক কামরুল হাসান হিরো, ব্লগার শিহাব উদ্দিন প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে অন্তরে ধারণ ও লালন করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ার শপথ ব্যক্ত করেন।



