চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছে। তার নাম জুলকার নয়ন (২০)। সে চট্টগ্রাম বাঁশখালী উপজেলার শেখেরখিল এলাকার জাহাঙ্গীর আলমের পুত্র।আজ সোমবার (১৬ জুন) বিকাল ৫টা ৪৫ মিনিটে উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যানের গেইটের উত্তরে পাশে এ দূঘর্টনা ঘটে।

মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ মেহেদী হাসান জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যোনের গেইটের সামনে আহত অবস্থায় এক যুবক পড়ে থাকার খবর পাই। তাৎক্ষনিক হাইওয়ে পুলিশের টিম ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

খোঁজ নিয়ে জানা গেছে, তার নাম জুলকার নয়ন (২০)। তার বাড়ি বাশখালী উপজেলার শেখেরখীল এলাকায়। বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা গাড়ি জুলকার নয়নের মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। লাশ পরিবারের কাছে হাস্তান্তর করা হয়েছে।

ভিকটিম জুলকার নয়নের ব্যবহৃত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে। উক্ত দূর্ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ মেহেদী হাসান।

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছে। তার নাম জুলকার নয়ন (২০)। সে চট্টগ্রাম বাঁশখালী উপজেলার শেখেরখিল এলাকার জাহাঙ্গীর আলমের পুত্র।আজ সোমবার (১৬ জুন) বিকাল ৫টা ৪৫ মিনিটে উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যানের গেইটের উত্তরে পাশে এ দূঘর্টনা ঘটে।

মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ মেহেদী হাসান জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যোনের গেইটের সামনে আহত অবস্থায় এক যুবক পড়ে থাকার খবর পাই। তাৎক্ষনিক হাইওয়ে পুলিশের টিম ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

খোঁজ নিয়ে জানা গেছে, তার নাম জুলকার নয়ন (২০)। তার বাড়ি বাশখালী উপজেলার শেখেরখীল এলাকায়। বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা গাড়ি জুলকার নয়নের মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। লাশ পরিবারের কাছে হাস্তান্তর করা হয়েছে।

ভিকটিম জুলকার নয়নের ব্যবহৃত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে। উক্ত দূর্ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ মেহেদী হাসান।