বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবান জেলায় ১৩ জাতিগোষ্ঠী নিয়ে জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছে। এই নতুন কমিটি গঠনের ফ্যাসিস্টদের কোন স্থান হবে না। দলে কোন ফ্যাসিস্টদের সদস্য থাকে তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। আজ রবিবার(১৫ জুন) সকালে শহরের একটি রেষ্টুরেুন্টে জেলা সমন্বয় নতুন কমিটির আত্মপ্রকাশে এসব মন্তব্যে করেন বান্দরবানের জাতীয় নাগরিক কমিটির প্রধান সমন্বয়কারী মো: শহিদুল ইসলাম (সোহেল)।
যুগ্ম সমন্বয়কারী তপন মারমা বলেন, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটি গঠন করা হবে। যাতে প্রান্তিক পর্যায়ের জনগনের কথা সরকারে কাছে পৌছে দেয়া আর সরকারে কথা জনগনের কাছে পৌছে দেয়া। আর যারা এই আন্দোলনের যুক্ত ছিলেন তাদের মাধ্যমে ফ্যাসিস্ট মুক্ত বান্দরবান পেয়েছি। গেল ১৭ বছরে যারা এই ফ্যাসিস্টজমে যুক্ত ছিল তাদের আর বান্দরবানের জায়গা নাই। আর বান্দরবানের ১৩ জাতিগোষ্ঠীর সম্প্রীতি সৌন্দর্যবর্ধন রয়েছে সেটিকে আরো সুন্দর পরিবেশ বজায় রাখতে এনসিপি প্রধান লক্ষ্যে। এনসিপি জেলায় সর্বক্ষেত্রে সুষ্টুভাবে রাজনৈতিক করা প্রচেষ্টা চালাচ্ছি।
সমন্বয়কারী আহম্মদ সায়েম বলেন, বান্দরবানের এনসিপি রাজনৈতিক হবে জনগণ কি চায়, টেকসই ও সেটি গ্রহণযোগ্য কী না?সেটিকে বিবেচনা করে পাহাড়ের ১৩টি জাতিগোষ্টিকে নিয়ে সুষ্টু পরিবেশে একটি রাজনৈতিক প্লাটফর্ম তৈরী করা হবে। প্রান্তিক পর্যায় থেকে শুরু করে সুষ্ঠুতা, নিরপেক্ষতা ও দুর্নীতিমুক্ত রাজনৈতিক সংগঠন হিসেবে প্রমাণস্বরূপভাবে জেলাবাসীকে উপহার দিতে চায়।
বান্দরবান জেলা জাতীয় নাগরিক কমিটিতে ২৯ জন বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে মো: শহিদুল ইসলামকে (সোহেল) প্রধান সমন্বয়কারী করে ১০ জন যুগ্ম সমন্বয়কারী ও ১৮ জন সদস্যের এনসিপির সমন্বয়ক কমিটি ঘোষণা করা হয়।




