নিজস্ব প্রতিনিধিঃ কক্সবাজার সুমদ্র সৈকতে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ভাবে ঝুঁলে থাকা বিলবোর্ড অবশেষে অপসারণ করা হলো লাবণী পয়েন্টে থেকে। আজ শনিবার ১৪ জুন সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার পৌর কর্তৃপক্ষ এটি ভেঙে সরিয়ে ফেলে। এর আগে লাবণী পয়েন্টে ঝুঁকিপূর্ণ বিলবোর্ড নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার কারণে ঝুঁকিপূর্ণ বিলবোর্ডটি অপসারণ করা হয়েছে।
কক্সবাজার পৌরসভার নিয়োজিত স্বেচ্ছাসেবক মাকছুদ মিয়া বলেন, ঈদুল আজহার আগে সচেতনতা বিলবোর্ডটি আংশিক ভেঙে পড়ে। তারপর এটিকে মেরামত করার সিদ্ধান্ত হয়। কিন্তু এরপর ঈদের ছুটি হয়ে যায়। ফলে বিলবোর্ডটি মেরামত করা হয়নি। এর পরে বিলবোর্ডটি আরও ভেঙে যায়। যা অজানা ছিল। কিন্তু শুক্রবার বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নজরে আসে প্রশাসনের। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ এই বিলবোর্ডটি ভেঙে ফেলার নির্দেশনা দেয়। তাই এটি এখান থেকে ভেঙে সরিয়ে ফেলা হয়। এটি যে অবস্থায় ছিল যদি না সরানো হতো তাহলে যেকোনো সময় দুর্ঘটনা সংঘটিত হতো।
এ বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসনের জেলা ব্র্যান্ডিং ও পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি বলেন, বিলবোর্ডটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। তাই শনিবার সকালে বিলবোর্ডটি ভেঙে অপসারণ করা হয়েছে।
তিনি আরো বলেন, এটি সরানো না হলে পর্যটক সহ সৈকতে আগত সবাই দুর্ঘটনার ঝুঁকিতে থাকতো বিধায় দ্রুত সরিয়ে ফেলা হয়েছে।




