নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের মা ফাতেমা জোহরা বেগমের চেহলাম।
বৃহস্পতিবার (১০ মার্চ) এ উপলক্ষে ৪৫ হাজার মানুষের জন্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করা হয়েছে। জবাই করা হয়েছে ৩০টি গরু।
মেজবান উপলক্ষ্যে দুইটি বড় কমিউনিটি সেন্টার ভাড়া করা হয়েছে। সংসদ সদস্য, রাজনীতিক, জনপ্রতিনিধি, সাংবাদিক, চিকিৎসক, সরকারি কর্মকর্তা, আইনজীবী, ক্রীড়া সংগঠকসহ বিভিন্ন পেশার অতিথিদের কাছে ‘দাওয়াতনামা’ পাঠানো হয়েছে।
সন্ধ্যা ৭টা থেকে খাওয়ানো শুরু হবে। এক ব্যাচে ৫ হাজারের বেশি অতিথিকে খাওয়ানোর টেবিল বসানো হয়েছে। রাত ১১টা পর্যন্ত চলবে।
অন্যদিকে আরেকটি কমিউনিটি সেন্টারে ‘নন বিফ’ আয়োজন রাখা হয়েছে। যেখানে খাসি, মুরগি ইত্যাদি দিয়ে অতিথিদের খাওয়ানো হবে। দুই কমিউনিটি সেন্টারে ১ হাজারের বেশি স্বেচ্ছাসেবক থাকবেন। সিসিটিভি ক্যামেরা থাকবে।
উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি সকাল ৯টা ৩০ মিনিটে ফাতেমা জোহরা বেগম নগরের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। ওই দিন বাদে আসর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়েছিল।




