ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে ২ কন্যাশিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৯মার্চ) দুপুরে উপজেলার লেলাং ইউপির ২ নম্বর ওয়ার্ড কামার পাড়া এলাকায় এঘটনা ঘটে।

নিহতরা হল উক্ত এলাকার মোহাম্মদ নজরুলের মেয়ে মিম আক্তার (২) ও মোহাম্মদ ফারুকের মেয়ে জান্নাতুল নিসা (৩)। তারা দুজনে আপন চাচাতো বোন।

জানা গেছে, নিহত মিম আক্তার ও জান্নাতুল নিসা খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায়। পরে একজনের মা দেখতে পেলে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ রফিক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে ২ কন্যাশিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৯মার্চ) দুপুরে উপজেলার লেলাং ইউপির ২ নম্বর ওয়ার্ড কামার পাড়া এলাকায় এঘটনা ঘটে।

নিহতরা হল উক্ত এলাকার মোহাম্মদ নজরুলের মেয়ে মিম আক্তার (২) ও মোহাম্মদ ফারুকের মেয়ে জান্নাতুল নিসা (৩)। তারা দুজনে আপন চাচাতো বোন।

জানা গেছে, নিহত মিম আক্তার ও জান্নাতুল নিসা খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায়। পরে একজনের মা দেখতে পেলে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ রফিক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।