বান্দরবান প্রতিনিধি: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বান্দরবানে দিনব্যাপী হেলথ্ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বিসিএস উইমেন নেটওয়ার্ক জেলা শাখার আয়োজনে এবং সদর হাসপাতাল ও রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিট’র সহযোগিতায় এই হেলথ ক্যাম্পেইন আয়োজন করা হয়। কর্মসূচিতে মেয়েদের জরায়ু মুখের ক্যান্সার নির্ণয়ের প্রাথমিক পরীক্ষা, ব্লাড সুগার, ব্লাড প্রেশার এবং রক্তের গ্রুপ নির্ণয়ের ব্যবস্থা রাখা হয়েছিল।
মঙ্গলবার ( ৮ মার্চ) সকালে বান্দরবান সদর হাসপাতালের সামনে এই হেলথ ক্যাম্পেইন উদ্বোধন করেন জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরিজী। এ সময় পুলিশ সুপার জেরিন আকতার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অংচালুসহ বান্দরবানে কর্মরত বিসিএস ক্যাডার ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
এতে বক্তারা বলেন- নারীর ক্ষমতায়নে বান্দরবান বাংলাদেশের একটি প্রকৃষ্ট দৃষ্টান্ত। এ জেলারগুরুত্বপূর্ণ দুই পদ জেলা প্রশাসক ও পুলিশ সুপার পদে আসীন রয়েছেন দুই নারী। এছাড়াও দুইজন অতিরিক্ত জেলা প্রশাসক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), গণপূর্ত বিভাগ এবং জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী, সদর হাসপাতালের মেডিকেল অফিসারসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে নারী কর্মকর্তারা স্বমহিমায় দায়িত্বপালন করে যাচ্ছেন।




