বনানী (ঢাকা) প্রতিনিধিঃ রাজধানীর বনানী থানাধীন কড়াইল বস্তি এলাকা থেকে বিদেশি পিস্তলসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। তার নাম রাকিব হোসেন (২৪)। তার কাছ থেকে বিদেশি পিস্তলটির ম্যাগজিনে ২ রাউন্ড গুলি ভর্তি অবস্থায় উদ্ধার করা হয়।

বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন র‌্যাব-১-এর সিনিয়র সহকারী পরিচালক (অপস অ্যান্ড মিডিয়া অফিসার) সালমান নূর আলম।

তিনি জানান, রোববার (০২ মার্চ) রাকিবকে কড়াইল বস্তির জামাইবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। রাকিব অস্ত্রধারী সন্ত্রাসী আনোয়ার গ্রুপের সক্রিয় সদস্য।

তিনি আরও জানান, রাকিব দীর্ঘদিন ধরে বনানী এলাকার কড়াইল বস্তিতে মাদক ব্যবসাসহ অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ও ছিনতাই করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার ওপর নজরদারি বাড়ানোর পর রোববার তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বনানী (ঢাকা) প্রতিনিধিঃ রাজধানীর বনানী থানাধীন কড়াইল বস্তি এলাকা থেকে বিদেশি পিস্তলসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। তার নাম রাকিব হোসেন (২৪)। তার কাছ থেকে বিদেশি পিস্তলটির ম্যাগজিনে ২ রাউন্ড গুলি ভর্তি অবস্থায় উদ্ধার করা হয়।

বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন র‌্যাব-১-এর সিনিয়র সহকারী পরিচালক (অপস অ্যান্ড মিডিয়া অফিসার) সালমান নূর আলম।

তিনি জানান, রোববার (০২ মার্চ) রাকিবকে কড়াইল বস্তির জামাইবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। রাকিব অস্ত্রধারী সন্ত্রাসী আনোয়ার গ্রুপের সক্রিয় সদস্য।

তিনি আরও জানান, রাকিব দীর্ঘদিন ধরে বনানী এলাকার কড়াইল বস্তিতে মাদক ব্যবসাসহ অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ও ছিনতাই করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার ওপর নজরদারি বাড়ানোর পর রোববার তাকে গ্রেপ্তার করা হয়েছে।