দি ক্রাইম ডেস্ক: চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের নিয়ন্ত্রণাধীন আজিজনগর এলাকায় বেদখল করে নির্মিত সংরক্ষিত বনাঞ্চল থেকে দুই দফায় অভিযান চালিয়ে উচ্ছেদ করে দেওয়া হয়েছে অবৈধ স্থাপনা। এতে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের প্রায় কোটি টাকা মূল্যের তিন একর বনভূমি দখলমুক্ত করা হয়েছে।
চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখের নির্দেশে আজিজনগর বন্যপ্রাণী অভয়ারণ্য বিটের কর্মকর্তা মোহাম্মদ আসিফ মিয়ার নেতৃত্বে কর্মচারীরা মঙ্গলবার ও কয়েকদিন আগে দুই দফায় এই অভিযান চালায়। এ সময় উপস্থিত ছিলেন চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার, হারবাং বন্যপ্রাণী অভয়ারণ্য বিট কর্মকর্তা কবির হোসেনসহ বিটের স্টাফ ও কমিউনিটি পেট্রোল গ্রুপ (সিপিজি) সদস্যরা।
অভয়ারণ্য বিট জানায়, দুই দফা অভিযানে আজিজনগর অভয়ারণ্য বিটের আরএস–৭০৬১ ও ৭০৭১ দাগের চকরিয়ার হারবাংয়ের গাইনাকাটা, কলাতলি, ভিলেজারপাড়া এলাকায় পৃথক অভিযানে অবৈধভাবে গড়ে তোলা পাঁচটি বসতবাড়ি উচ্ছেদ করা হয়েছে।
আজিজনগর বন্যপ্রাণী অভয়ারণ্য বিট কর্মকর্তা মোহাম্মদ আসিফ মিয়া বলেন, বনবিভাগের জায়গা জবর–দখলে জড়িত অপরাধীদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, যারা বনভূমি দখল করবে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহতভাবে চলবে।




