পটিয়া প্রতিনিধি: ব্যানারে ছবি না দেওয়ার জের ধরে মোহাম্মদ সিজান (১৯) নামের এক ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত করে রক্তাক্ত করা হয়েছে। আজ সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে সাড়ে ১২টার দিকে পটিয়া বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।আহত সিজান পটিয়া উপজেলার কচুয়ায় ইউনিয়নের উত্তর শ্রীমাই গ্রামের নুরুল হকের পুত্র।
জানা যায়, ব্যানারে ছবি না দেওয়ায় একই এলাকার মোহাম্মদ মিজানের ছাত্রদল নেতা সিজানের সঙ্গে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে মিজান ছাত্রদল সিজানকে বাটক (কোমড়ের নিচের অংশে) ছুরিকাঘাত করে। পরে দলীয় নেতাকর্মীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। হামলাকারী ও আহত দুইজনেই দক্ষিণ জেলা বিএনপির সাবেক নেতা এনামুল হক এনামের অনুসারী।
পটিয়া দক্ষিণ জেলা বিএনপির সাবেক নেতা এনামুল হক এনামের পক্ষ থেকে বিজয় মিছিল, শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর আয়োজন করে। পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে খন্ডখন্ড মিছিল দলীয় কার্যালয়ে সামনে জড়ো হয়।
উপজেলার কচুয়ায় ইউনিয়ন থেকে একটি বিজয় মিছিল দলীয় কার্যালয়ে আসার সময় ছাত্রদল নেতা মিজান ও সিজানের সঙ্গে ব্যানারে ছবি না দেওয়াকে কেন্দ্র করে বাকবিতন্ডা হয়। তাদের বিজয় মিছিলটি বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এলে এক পর্যায়ে মিজান ছাত্রদল নেতা সিজানকে ছুরিকাঘাত করে রক্তাক্ত করে।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার জানান, কোমড়ের নিচের অংশে ছুরিকাঘাত করায় রক্তক্ষরণ হয়। যার কারণে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।




