সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া : সাতকানিয়ায় নাহিদা আকতার (১৯) নামে এক গৃহবধূ গলায় ওড়নার গিট দিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে। গত শনিবার (১৪ ডিসেম্বর) রাতে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ফুলতলা বাজারের মিনহাজ মিয়ার ভাড়া বাসায় ঘটনা ঘটে।

থানা পুলিশ জানান, নাহিদা আকতারের স্বামী মো.মানিক ফুলতলা এলাকার আল্লাহর দান নামক একটি খাবার হোটেলে চাকরি করেন। ঘটনার দিন সন্ধ্যার দিকে হোটেল থেকে বাসায় আসলে বাসায় স্ত্রী নাহিদা বাবার বাড়ি যাওয়ার জন্য আবদার করলে স্বামী ২-৩ দিন পর যাওয়ার কথা বলে ঘুমিয়ে পড়ে। এসময় একই বিছানায় স্ত্রীও শুয়ে ছিল। প্রায় আধ ঘণ্টা পর স্বামী জেগে উঠে দেখে জানালার দেওয়ালের সাথে লেগে স্ত্রী গলায় ওড়নার গিট লাগিয়ে ছটফট করছিল। এ সময় স্বামীর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে স্ত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নাহিদা আকতারের ছোট ভাই রেজাউল করিম বলেন, আমাদের বাড়ি বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মিনজিরিতলা এলাকায়। বিগত তিন বছর আগেই একই এলাকার মো. আলী আকবরের ছেলে মো.মানিকের সাথে বড় বোনের বিয়ে হয়। তাদের সংসারে এক সন্তান ছিল। পরে মারা যায়।

রেজাউল আরও বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে তেমন সমস্যা আমাদের জানা নাই। কেন বোন আত্মহত্যা করেছে তাও জানিনা। তবুও বিষয়টি পুলিশকে তদন্ত করার জন্য বলেছি।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মোস্তফা কামাল খাঁন বলেন, স্বামীর সাথে কথা বলে প্রাথমিকভাবে জেনেছি, গৃহবধূ গলায় ওড়নার গিট দিয়ে আত্মহত্যা করেছে। তবুও তদন্ত করে

দেখছি ঘটনার আসল রহস্য কি ? লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। গৃহবধুর ছোট ভাই রেজাউল করিম বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া : সাতকানিয়ায় নাহিদা আকতার (১৯) নামে এক গৃহবধূ গলায় ওড়নার গিট দিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে। গত শনিবার (১৪ ডিসেম্বর) রাতে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ফুলতলা বাজারের মিনহাজ মিয়ার ভাড়া বাসায় ঘটনা ঘটে।

থানা পুলিশ জানান, নাহিদা আকতারের স্বামী মো.মানিক ফুলতলা এলাকার আল্লাহর দান নামক একটি খাবার হোটেলে চাকরি করেন। ঘটনার দিন সন্ধ্যার দিকে হোটেল থেকে বাসায় আসলে বাসায় স্ত্রী নাহিদা বাবার বাড়ি যাওয়ার জন্য আবদার করলে স্বামী ২-৩ দিন পর যাওয়ার কথা বলে ঘুমিয়ে পড়ে। এসময় একই বিছানায় স্ত্রীও শুয়ে ছিল। প্রায় আধ ঘণ্টা পর স্বামী জেগে উঠে দেখে জানালার দেওয়ালের সাথে লেগে স্ত্রী গলায় ওড়নার গিট লাগিয়ে ছটফট করছিল। এ সময় স্বামীর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে স্ত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নাহিদা আকতারের ছোট ভাই রেজাউল করিম বলেন, আমাদের বাড়ি বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মিনজিরিতলা এলাকায়। বিগত তিন বছর আগেই একই এলাকার মো. আলী আকবরের ছেলে মো.মানিকের সাথে বড় বোনের বিয়ে হয়। তাদের সংসারে এক সন্তান ছিল। পরে মারা যায়।

রেজাউল আরও বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে তেমন সমস্যা আমাদের জানা নাই। কেন বোন আত্মহত্যা করেছে তাও জানিনা। তবুও বিষয়টি পুলিশকে তদন্ত করার জন্য বলেছি।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মোস্তফা কামাল খাঁন বলেন, স্বামীর সাথে কথা বলে প্রাথমিকভাবে জেনেছি, গৃহবধূ গলায় ওড়নার গিট দিয়ে আত্মহত্যা করেছে। তবুও তদন্ত করে

দেখছি ঘটনার আসল রহস্য কি ? লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। গৃহবধুর ছোট ভাই রেজাউল করিম বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।