চকরিয়া অফিস : চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের আলোচিত হত্যার চেষ্টা, চাঁদাবাজিসহ তিনটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি কাইছার হামিদ বাট্টু প্রকাশ বাট্টু মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (০৯ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে কোনাখালী বটতলী বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোহাম্মদ মহিবুল্লাহর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ টিম তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। গ্রেফতারকৃত কাইছার হামিদ বাট্টু কোনাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কোনাখালী আবদুল হাকিমপাড়ার নুর আহমদ এর ছেলে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোহাম্মদ মহিবুল্লাহ।
তিনি বলেন, সোমবার রাতে এসআই মোহাম্মদ ইদ্রিস ও সঙ্গীয় পুলিশ টিমের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে কোনাখালী বটতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্ট ভুক্ত মামলার পলাতক আসামি কাইছার হামিদ বাট্টুকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আদালত কতৃক একটি জিআর ও দুটি সিআর মামলায় গ্রেফতারী পরোয়না রয়েছে। এতদিন সে পুলিশি গ্রেফতার এডাতে নানা উপায়ে পলাতক ছিলেন।
স্থানীয় লোকজন জানান, গ্রেফতারকৃত কাইছার হামিদ বাট্টু একজন পেশাদার সন্ত্রাসী। তার বিরুদ্ধে কমপক্ষে ১০টির অধিক মামলা রয়েছে। তৎমধ্যে জায়গা জবরদখল সংক্রান্ত চাঁদাবাজির ঘটনায় কোনাখালী ইউনিয়নের আবদুল হাকিমপাড়ার নেজাম উদ্দিনের ছেলে মোহাম্মদ ফরহাদ বাদি হয়ে ২০২৩ সালে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি চাঁদাবাজি মামলা করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনজুর কাদের ভূইয়া বলেন, গ্রেফতারকৃত আসামি কাইছার হামিদ বাট্টুকে মঙ্গলবার তিনটি মামলার ওয়ারেন্ট মুলে আদালতে সৌপর্দ করা হয়েছে।




