মোঃ সফিউল আলম চৌদ্দগ্রাম প্রতিনিধি: পুলিশের এরেস্ট তালিকায় তার নাম অন্তর্ভুক্ত রয়েছে। চৌদ্দগ্রাম থানার পুলিশের এস আই জাহাঙ্গীর জনৈক ব্যক্তিকে তার অবস্হান সম্পর্কে জিজ্ঞেস করলে,কেন কি কারণে খুঁজছেন প্রতি উত্তরে তিনি বলেন, তাকে এরেস্ট করতে হবে। ওনাকে কেন ! কি তার অপরাধ প্রতি উত্তরে দারোগা বলেন, কোন অপরাধ তাকে গেপ্তার করতে হবে উপরের নির্দেশ।একাদিক বার গ্রেপ্তার করতে এসে ও বাড়িতে খুঁজে পাওয়া যায়নি বলে কুমিল্লা বাসার অবস্থান নিশ্চিত করছেন। ফলে বাড়িতে যাওয়া আসা বন্ধ সেই সাথে কুমিল্লার বাসাও ছাড়তে হলো তাকে।
দীর্ঘদিন পালিয়ে বেড়িয়ে অবশেষে মৃত বাবার কবরটুকু জেয়ারত করতে পাড়লেন না এই ছাত্র নেতা।প্রবাসে পাড়ি দিলেন চৌদ্দগ্রাম উপজেলা ছাত্র লীগের এই সদস্য তথা শ্রীপুর ইউনিয়ন ছাত্রলীগের সফল সভাপতি,কর্মী গড়ার নিপুণ কারিগর। ছাত্র সমাজের প্রিয় মুখ আদর্শ ছাত্র নেতার গুনাবলী যার ভিতরে বিদ্যমান। যিনি তার প্রতিটি কর্মির সুখে দুঃখে শারীরিক মানসিক ও অর্থনৈতিক সহযোগিতা মধ্যো দিয়ে কর্মীদের পাশে থেকেছেন। যিনি শ্রীপুর ইউনিয়ন, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগকে সু-সংগঠিত করার লক্ষ্যে দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন।যার নেতৃত্বের শ্রীপুর ইউনিয়ন ছাত্রলীগ প্রীতি সম্প্রীতির একটি ইউনিট হিসেবে গড়ে উঠেছে।
ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হওয়ার পূর্বে ও পরে এসো নবীন দলে দলে ছাত্রলীগের পতাকা তলে শিক্ষা শান্তি প্রগতি ছাত্রলীগের মূলনীতি ধারণ করে একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী ইউনিট হিসেবে শ্রীপুর ইউনিয়ন ছাত্রলীগ গড়ে তুলছেন। যার স্লোগানে স্লোগানে রাজপথ ও প্রত্যেকটি পাড়া মহল্লা শুরু করে ইউনিয়ন,উপজেলা, জেলায় পর্যন্ত মুখোরিত হয়ে উঠেছে।অনেক নবীন ছাত্ররা তার ডাকে সাড়া দিয়ে ছাত্রলীগের রাজনীতিতে উদ্বুদ্ধ হয়েছেন। নিজ দলের নেতা কর্মীদের হেনেস্তার শিকার হয়েও দমে যায়নি!বহু চাপে, কুমন্ত্রণা প্রবঞ্চনা থেকেও যিনি তার নীতি ও নৈতিকতা থেকেও বিচ্যুত হয়নি! বরং বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে কৌশলে সাংগঠনিক অবস্হা আরও বেগমান করেছেন। দর্লের সকল নির্দেশ সফলতার সহিত বাস্তবায়ন করেছেন।এমনটি হয়েছে যখনি কোন পোগ্রাম হাতে নিয়েছেন তখনি নেতাদের আস্হার সহিত প্রসংসা কুড়িয়েছেন।
মানবিক সকল কর্মকান্ডে ও দূর্যোগে ছিলেন মানুষের পাশে। মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিয়েছেন সহোযোগিতায় হাত, সেই সাথে গড়ে তুলেছেন ঐক্য, জয় করেছেন মানুষের হৃদয়, ছাত্র নেতা থেকে হয়ে ওঠেছেন একজন জননেতার মতই।তাহার নম্র ও ভদ্র আচার-আচরণ ধর্ম ভীরু ও ন্যায় পরায়ন, সৎ নৈতিকতা, শিষ্ঠাচার,পরিচন্নতা এমটাই প্রকাশ পেয়েছে এই ক্লিন ইমেজ
ছাত্রলীগ নেতা এম আনোয়ার মজুমদার বাঁধন উল্লেখ করে বলেন, কর্মগুনে ও সৎ আচরণ এর মধ্যে দিয়ে ইতোমধ্যে মানুষের মন জয় করে নিয়েছি । অক্লান্ত পরিশ্রম ও সততা আমার অধিষ্ঠ লক্ষ্যে পৌঁছে দিবে খুবই শীগ্রই সকল প্রতিবন্ধকতা এড়িয়ে আবারও সকলের মাঝে ফিরে আসবো ইনশাআল্লাহ।




