সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া : সাতকানিয়ায় পুকুরের পানিতে ডুবে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার ছদাহা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মনোহর চৌধুরী পাড়ার ইউনুছ সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে। শিশুটির নাম মো. রাইয়ান । সে উল্লিখিত এলাকার ব্যবসায়ী সাহাব উদ্দীনের ছেলে।
উপজেলার ছদাহা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আরিফুর রহমান পানিতে পড়ে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ দুপুর ১২ টার দিকে শিশু রাইয়ান বাড়ির উঠানে খেলছিল। এক পর্যায়ে পরিবারের লোকদের অগোচরে উঠানের সামনে পুকুরের পানিতে পড়ে যায়। উঠানে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর পুকুরে ভাসমান অবস্থায় শিশুটির লাশ ভেসে উঠতে দেখে। সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।




