নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় ভ্রম্যমান আদালতের অভিযানে অবৈধ ভাবে গ্যাস সিলিন্ডার মজুত ও বিক্রিয় প্রতিষ্ঠানকে ২লাখ টাকা জরিমানার সংবাদ পাওয়া গেছে।আজ সোমবার (১৮ নভেম্বর) বেলা দেড়টায় ভ্রম্যমান আলতের অভিযান পরিচালনা করা হয়।
লোহাগাড়া উপজেলা সদর ইউনিয়নের রশিদের পাড়ায় ওসমান গনির আবু আহমদ এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানে দীর্ঘদিন থেকে অবৈধ ভাবে গ্যাস সিলিন্ডার মজুত ও বিক্রির অভিযোগ রয়েছে। এনএসআই এর গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযানে নেতৃত্বে দেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাসান।
অভিযানের সময় অন্যন্যদের মধ্যে ছিলেন সেনাবাহিনীর টিম, এনএসআই প্রতিনিধি, লোহাগাড়া ফায়ার সার্ভিস টিম। এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার তেজেন্দ্র কুমার দেবনাথসহ অন্যান্যরা।
সূত্রমতে, রশিদের পাড়া ঘন বসতি এলাকায় লাইসেন্স ব্যতিত ওসমান গনির আবু আহমদ এন্টারপ্রাইজে গ্যাসের ব্যবসা করে আসছে অবৈধ ভাবে। ফলে ভ্রম্যমান আদালত অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় অন্ততঃ ২’শ খালি ও ভতি গ্যাস সিলিন্ডার পাওয়া যায়। প্রতিষ্ঠান মালিককে ১দিনের মধ্যে যথাস্থান থেকে গ্যাস সিলিন্ডার সরিয়ে ফেলার কঠোর নির্দেশ প্রদান করা হয়।
অপরদিকে, উপজেলার টংকাবতী নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন ও পাচারের দায়ে তৌহিদুল ইসলাম নামে ১জনকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিস সূত্রে প্রকাশ।




