আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিন জেলা যুবদলের সভাপতি মো.শাহাজাহানসহ দলের কয়েকজন নেতার বিরুদ্ধে চাঁদা দাবির মতো মানহানিকর অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নিএনপিনেতৃবৃন্দ। আজ বুধবার (১৩ নভেম্বর) দুপুরে নগরীর চেরাগী পাহাড়স্থ একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও আনোয়ারা সিইউফল শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন তাদের বক্তব্য সংবাদ সম্মেলনে তুলে ধরেন।
নেতৃবৃন্দরা বলেন,দক্ষিন জেলা যুব দলের সভাপতি মো. শাহাজাহান, তথ্য ও গবেষনা সম্পাদক এস, এম আবদুল্লাহ হারুন চৌকন ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো.হাসান চৌধুরীকে জড়িয়ে ৪ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করে সাব্বির আহমেদ সাব্বির নামের এক ব্যাক্তি। এছাড়াও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগও তুলেন তিনি,যা মিথ্যা,বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত ষড়যন্ত্রমূলক এবং ফ্যাসিষ্ট আওয়ামী দোষরদের অর্থায়নে এক সুবিধাবাদী মহল যুবদল ও বিএনপি নেতাদের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে বন্দর ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ছিদ্দিকুর রহমান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি জহির আহমদ,সহ-সভাপতি জহির উদ্দিন চৌধুরী,সদস্য মো.হেমায়েত, মো.বাল্লা মিয়া, বৈরাগ ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. হেলাল,জিয়া স্মৃতি সংসদের সভাপতি মন্নান হোসেন সওদাগর, ২নং ওয়ার্ড যুবদলের সাধারন সম্পাদক বখতেয়ার খাঁন, সাবেক ছাত্রদল নেতা ইকবাল, প্রবীণ বিএন নেতা রহমান খান, ইমরান মিয়া,আমজাদ খান জনি,শাহ্ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।




