নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর বনানী থানাধীন কড়াইল এলাকার বাসিন্দা কামরুজ্জামান রুবেল। নিজেকে কখনো বিএনপি নেতা, কখনো আওয়ামী লীগ নেতা, কখনো জাতীয় পার্টির নেতা আবার কখনো পুলিশের সোর্স পরিচয় দিয়ে বেড়ান। অভিযোগ এসেছে ইয়াবা ব্যবসাও করেন।
সম্প্রতি বিএনপিতে পদ পজিশন পেতে নিজেকে সমাজ সেবক হিসেবে উপস্থাপন করতে বিভিন্ন প্রচারণা চালিয়ে যাচ্ছেন। লোক দেখানো বিভিন্ন কাজে অংশ নিচ্ছেন।
অনুসন্ধান করে দেখা যায়, কামরুজ্জামান রুবেল এতোদিন আওয়ামী লীগ আর জাতীয় পার্টির রাজনীতিতে তার অংশগ্রহণ ছিল। যখন যেখানে সুবিধা পেয়েছেন সেখানে ছিলেন। এর আড়ালে করেছেন ইয়াবা ব্যবসা। ক্ষমতার পালাবদলে রাতারাতি খোলস পাল্টে বনে গেছেন বিএনপি নেতা।
নিজেকে খুব বড় বিএনপি নেতা হিসেবে জাহির করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। যা হুবহু তুলে ধরা হলো-
‘সবই কি ভাল হয়ে গেল নাকি আমি স্বপ্ন দেখছি ??? যারা আমার পোস্টে কোন লাইক দিত না, ওরা এখন দেখলেই বুকে জড়িয়ে ধরছে সাথে চা কোকার কত কি দিয়ে আপ্যায়নের চেষ্টা আহারে কই ছিল এই ভালোবাসা এত বছর.?’
গত ১৫ জুলাই সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগ শাখার নেতা ও বনানী থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সুহানের সঙ্গে কামরুজ্জামান রুবেল একটি ছবি পোস্ট করে সুহানকে জন্মদিনের শুভেচ্ছা জানান। এর আগের দিন পোস্ট করা আরেকটি ছবিতে রুবেলের পাশে ২০নং ওয়ার্ড আওয়ামী লীগ কর্মী চোরা রুবেলকে দেখা যায়। ছবিতে ক্যাপশন দেন-
‘সিংহ কখনো দলবল নিয়ে ঘুরে না,কুকুর দলবল নিয়ে ঘুরে কারণ সিংহ একাই এনাফ সিংহ একাই একশ, সিংহের কোন সাঙ্গ-পাঙ্গ লাগেনা। mind it.’
এর আগে গত ৯ জুলাই জাতীয় পার্টির এক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিবের সঙ্গে রুবেল তার ছবি ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লিখেন-
‘জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও হবিগঞ্জ-২ আসনের এমপি পদপ্রার্থী সাবেক ছাত্র নেতা রাজপথের লড়াকু সৈনিক সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জুর ভাই।’
আরো দেখা যায়, ২০নং ওয়ার্ড কাউন্সিলর ও বনানী থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ নাছির এর ছবি নিজের ফেসবুকে পোস্ট করে তাতে তেলমাখা ক্যাপশন জুড়ে দিয়েছেন রুবেল।




