প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম তোতা আজ রবিবার (১১ আগস্ট)দুপুরে এক বিবৃতিতে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডঃ ইউনুস সহ সরকারের উপদেষ্টামন্ডলীকে অভিনন্দন জানিয়েছেন।
সরকারের সাফল্য কামনা করে নেতৃবৃন্দ বলেন, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হলো। আমরা এই সরকারের সাফল্য কামনা করছি। দেশে চলমান সকল প্রকার জুলুম, অরাজকতা, চাঁদাবাজি এবং অপশাসনের অবসান ঘটিয়ে এদেশের সকল ধর্মের মানুষের নিরাপত্তা বিধানে সরকার দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আমাদের বিশ্বাস। নতুন সরকারের কথায় ও কাজে সংখ্যাগরিষ্ঠ মানুষের আশা আকাঙ্ক্ষা ও মূল্যবোধের প্রতিফলন ঘটবে বলে প্রাথমিক শিক্ষকগণ বিশ্বাস করে। এদেশের প্রাথমিক শিক্ষকগণ দীর্ঘদিন যাবত নানারকম বৈষম্যের শিকার।
নেতৃবৃন্দ বলেন, সরকারের এই সূচনালগ্নে আমরা সরকারের কাছে কোন দাবির কথা বলে এই মুহূর্তে সরকারকে বিব্রত করতে চাই না। একটি স্থিতিশীল পরিবেশ তৈরি হলেই আমরা আমাদের বৈষম্যের চিত্র তুলে ধরব। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। কোন অশুভ শক্তির ষড়যন্ত্র যেন এই রক্তস্নাত বিজয়কে নস্যাৎ করতে না পারে সে লক্ষ্যে সরকারকে সকল প্রকার সহযোগিতা প্রদানে প্রাথমিক শিক্ষকগণ অঙ্গীকারাবদ্ধ।




