নিজস্ব প্রতিবেদক: দেশের চলমান পরিস্থিতিতে ফেসবুকে একের পর এক গুজব ও উস্কানি মূলক পোস্ট করে যাচ্ছেন ঢাকার বনানী থানা বিএনপির দুই নেতা। মিথ্যা তথ্য ও পুরোনো ছবিকে সাম্প্রতিক ছবি বলে দাবি করে ফেসবুকে পোস্ট দিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করছেন। এবং দাঙ্গা, হামলায় উস্কিয়ে দিচ্ছেন।

তারা হলেন এম এ গাফফার রিপন ও মাহাবুবুর রশিদ। তারা দু’জন বনানী থানা বিএনপির নেতা। তারা কি ধরনের গুজব ও উস্কানি মূলক পোস্ট দিচ্ছেন কিছু তুলে ধরা হলো-

আজ সোমবার (০৫ আগষ্ট) দুপুর ২টা ১০ মিনিটে এই প্রতিবেদন লেখি পর্যন্ত এম এ গাফফার রিপন ৩২ মিনিট আগে একটি ছবি পোস্ট করেছেন তাতে লেখা, ‘দুই লাখের বেশি ছাত্র জনতার মিছিল উত্তরা দখল শেষে বিমানবন্দর অতিক্রম করে গণভবনের দিকে যাচ্ছে।’

রিপনের এমন পোস্টের কোনো সত্যতা পাওয়া যায়নি। আসলে উত্তরা থেকে বনানী মহাখালী হয়ে একটি মিছিল শাহবাগের দিকে যাচ্ছে। মিছিলে ১৫-২০ হাজার লোক হবে। একই সময় আরেকটি পোস্ট করেছেন যাতে লেখা, ‘আপডেট: দুপুর ১টা শনির আখড়া দিয়ে চার লাখের বেশি ছাত্র-জনতার মিছিল যাত্রাবাড়ী দখল শেষে সায়েদাবাদ অতিক্রম করে গণভবনের দিকে যাচ্ছে।’

দি ক্রাইমের পাওয়া তথ্য অনুযায়ী দুপুর ২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত কয়েক হাজার লোক যাত্রাবাড়ী থানার সামনে অবস্থান করে থানা ও পুলিশ বক্স ভাংচুর করেছে। চার লাখ জনতা গণভবনের দিকে যাচ্ছে এই তথ্য সত্য নয়।

পাঁচ ঘণ্টা আগে রিপন আরেকটি উস্কানি মূলক স্ট্যাটাস দিয়েছেন, ‘আজ হয়তো কাফনের দোকানের কাপড় শেষ হবে। নয়তোবা মিষ্টির দোকানের মিষ্টি শেষ হবে খেলা ফাইনাল’

বিশ ঘন্টা আগে স্ট্যাটাস দিয়েছেন, ‘যেভাবেই হোক ঢাকা দখলে রাখতে হবে। অন্য জেলা গুলোতে শক্তিক্ষয় না করে সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা দিন’

অনুসন্ধানে জানা যায়, এম এ গাফফার রিপন বাংলাদেশে নেই। নিউজিল্যান্ডে বসে বসে এসব গুজব ও উস্কানি মূলক পোস্ট করে যাচ্ছেন।

এদিকে আরেক বিএনপি নেতা মাহবুবুর রশিদ একের পর এক গুজব ও উস্কানি মূলক পোস্ট দিচ্ছেন। তার কয়েকটি পোস্ট তুলে ধরা হলো- ৩০ মিনিট আগে স্ট্যাটাস দিয়েছেন, লোকে লোকারণ্য কেন্দ্রীয় শহীদ মিনার মা শা আল্লাহ’

দি ক্রাইমের অনুসন্ধানে দেখা গেছে, সোমবার দুপুর ১২টা পর্যন্ত পর্যন্ত শহীদ মিনার পুরোপুরি আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে। সেখানে লোকারণ্যর মতো কিছু দেখা যায়নি।

মাহাবুবুর রশিদ ১৩ ঘন্টা আগে যমুনা টিভির কার্ড বিকৃতি করে একটি ছবি পোস্ট করেছেন। তাতে চারজন ছাত্রলীগ নেতার ছবি দিয়ে লেখা, ‘মাঠের কর্মসূচি রেখে ভারতে পালালেন ৪ নেতা সাদ্দাম, ইনান, শৈকত ও শয়ন’

১৭ ঘন্টা আগে স্ট্যাটাস দিয়েছেন, ‘২৪’ এর মুক্তিযুদ্ধে শামিল হোন, মুক্তিকামী মজলুম জনতার খাবার ও আশ্রয়ের দায়িত্ব নিন’ তাদের এসব গুজব প্রচারের কারণে একদিকে বিভ্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। অন্যদিকে দাঙ্গা হামলার উস্কানি দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বনানী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মশাররফ হোসেন।

নিজস্ব প্রতিবেদক: দেশের চলমান পরিস্থিতিতে ফেসবুকে একের পর এক গুজব ও উস্কানি মূলক পোস্ট করে যাচ্ছেন ঢাকার বনানী থানা বিএনপির দুই নেতা। মিথ্যা তথ্য ও পুরোনো ছবিকে সাম্প্রতিক ছবি বলে দাবি করে ফেসবুকে পোস্ট দিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করছেন। এবং দাঙ্গা, হামলায় উস্কিয়ে দিচ্ছেন।

তারা হলেন এম এ গাফফার রিপন ও মাহাবুবুর রশিদ। তারা দু’জন বনানী থানা বিএনপির নেতা। তারা কি ধরনের গুজব ও উস্কানি মূলক পোস্ট দিচ্ছেন কিছু তুলে ধরা হলো-

আজ সোমবার (০৫ আগষ্ট) দুপুর ২টা ১০ মিনিটে এই প্রতিবেদন লেখি পর্যন্ত এম এ গাফফার রিপন ৩২ মিনিট আগে একটি ছবি পোস্ট করেছেন তাতে লেখা, ‘দুই লাখের বেশি ছাত্র জনতার মিছিল উত্তরা দখল শেষে বিমানবন্দর অতিক্রম করে গণভবনের দিকে যাচ্ছে।’

রিপনের এমন পোস্টের কোনো সত্যতা পাওয়া যায়নি। আসলে উত্তরা থেকে বনানী মহাখালী হয়ে একটি মিছিল শাহবাগের দিকে যাচ্ছে। মিছিলে ১৫-২০ হাজার লোক হবে। একই সময় আরেকটি পোস্ট করেছেন যাতে লেখা, ‘আপডেট: দুপুর ১টা শনির আখড়া দিয়ে চার লাখের বেশি ছাত্র-জনতার মিছিল যাত্রাবাড়ী দখল শেষে সায়েদাবাদ অতিক্রম করে গণভবনের দিকে যাচ্ছে।’

দি ক্রাইমের পাওয়া তথ্য অনুযায়ী দুপুর ২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত কয়েক হাজার লোক যাত্রাবাড়ী থানার সামনে অবস্থান করে থানা ও পুলিশ বক্স ভাংচুর করেছে। চার লাখ জনতা গণভবনের দিকে যাচ্ছে এই তথ্য সত্য নয়।

পাঁচ ঘণ্টা আগে রিপন আরেকটি উস্কানি মূলক স্ট্যাটাস দিয়েছেন, ‘আজ হয়তো কাফনের দোকানের কাপড় শেষ হবে। নয়তোবা মিষ্টির দোকানের মিষ্টি শেষ হবে খেলা ফাইনাল’

বিশ ঘন্টা আগে স্ট্যাটাস দিয়েছেন, ‘যেভাবেই হোক ঢাকা দখলে রাখতে হবে। অন্য জেলা গুলোতে শক্তিক্ষয় না করে সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা দিন’

অনুসন্ধানে জানা যায়, এম এ গাফফার রিপন বাংলাদেশে নেই। নিউজিল্যান্ডে বসে বসে এসব গুজব ও উস্কানি মূলক পোস্ট করে যাচ্ছেন।

এদিকে আরেক বিএনপি নেতা মাহবুবুর রশিদ একের পর এক গুজব ও উস্কানি মূলক পোস্ট দিচ্ছেন। তার কয়েকটি পোস্ট তুলে ধরা হলো- ৩০ মিনিট আগে স্ট্যাটাস দিয়েছেন, লোকে লোকারণ্য কেন্দ্রীয় শহীদ মিনার মা শা আল্লাহ’

দি ক্রাইমের অনুসন্ধানে দেখা গেছে, সোমবার দুপুর ১২টা পর্যন্ত পর্যন্ত শহীদ মিনার পুরোপুরি আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে। সেখানে লোকারণ্যর মতো কিছু দেখা যায়নি।

মাহাবুবুর রশিদ ১৩ ঘন্টা আগে যমুনা টিভির কার্ড বিকৃতি করে একটি ছবি পোস্ট করেছেন। তাতে চারজন ছাত্রলীগ নেতার ছবি দিয়ে লেখা, ‘মাঠের কর্মসূচি রেখে ভারতে পালালেন ৪ নেতা সাদ্দাম, ইনান, শৈকত ও শয়ন’

১৭ ঘন্টা আগে স্ট্যাটাস দিয়েছেন, ‘২৪’ এর মুক্তিযুদ্ধে শামিল হোন, মুক্তিকামী মজলুম জনতার খাবার ও আশ্রয়ের দায়িত্ব নিন’ তাদের এসব গুজব প্রচারের কারণে একদিকে বিভ্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। অন্যদিকে দাঙ্গা হামলার উস্কানি দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বনানী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মশাররফ হোসেন।