নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার পদত্যাগের একদফা দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন৷ প্রধানমন্ত্রীর আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার সমাবেশ থেকে আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. নাহিদ ইসলাম এই ঘোষণা দেন৷
সংগঠনটির অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেন, ‘‘আমরা সব সমন্বয়ক একমত হয়ে দেশের মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী প্রধানমন্ত্রীসহ সরকারের পদত্যাগ চেয়েছি৷ এই দাবিতে আজ রবিবার (০৪ আগষ্ট) থেকে আমাদের অসহযোগ আন্দোলন চলবে৷ সরকার পদত্যাগ না করা পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে৷”
এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় এক অনুষ্ঠানে আন্দোলনকারী শিক্ষার্থীদের তার সঙ্গে গণভবনে আলোচনায় বসার আহবান জানান৷ এর প্রতিক্রিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা আলাদা আলাদাভাবে বিবৃতি ও ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রীর আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে এক দফা (প্রধানমন্ত্রীর পদত্যাগ) দাবির কথা বলেন৷ আর বিকেলে সমন্বয়ক নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবির ঘোষণা দেন৷ সে সময় সেখানে আরো পাঁচ সমন্বয়ক ছিলেন৷
এদিকে রবিবার থেকে অসহযোগ আন্দোলন কঠোরভাবে প্রতিরোধের ইঙ্গিত দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিচ্ছেন ছাত্রলীগ ও আওয়ামী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শনিবার রাতে একে একে নেতাকর্মীরা আন্দোলন প্রতিরোধের ইঙ্গিত দিয়ে পোস্ট দিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু পোস্ট পাঠকদের জন্য তুলে ধরা হলো-
বনানী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচ এম মিরাজুল ইসলাম মাহফুজ ফেসবুকে একটি পোস্টে লিখেছেন, ‘অনেক হইছে এখন আর পেইন দিস না,এখন আর পেইন নিবো না,এখন পেইন দিবো, কালকে থেকে ঘরে থাকিস এখন আর সাধারণ ছাত্র নেই, মুখ দিয়ে যেহেতু সত্যিটা বের করে ফেলছো,,’
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি ইফতে আলম রাব্বি লিখেছেন, ‘রাজপথের জবাব রাজপথেই বুঝিয়ে দেব। আমারাই ছিলাম আমরাই থাকবো।’
বনানী থানা ছাত্রলীগের সহ-সভাপতি গোলাম রাব্বানী রাব্বি লিখেছেন, ‘প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব বাদ,অস্তিত্বের প্রশ্নে আমরা প্রস্তুত…….
আলোচনার প্রস্তাব প্রত্যাখান করে ১ দফার বক্তব্য দিয়ে আপনারা প্রমান দিলেন বিশেষ গোষ্ঠীর রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছেন। দেখা হচ্ছে কাল নতুন করে…’
বনানী থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুহান লিখেছেন, ‘আর নয় হেলাফেলা এবার হবে ফাইনাল খেলা।।’
বনানী থানার অন্তর্গত ১৯নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. মমিনুল ইসলাম মমিন লিখেছেন, ‘বেডিং করার পরেই ফলাফল উপভোগ করা যায় না বোলিংরা মাঠে নামুক তারপরে ফলাফল উপভোগ করুন। সতর্ক হয়ে যাও দালাল’




