সরকার রাজীব, ঢাকাঃ রাজধানীর মহাখালী রেলক্রসিং এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। এসময় একজন সাংবাদিক পুলিশের গুলিতে গুরুতর আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে শিক্ষার্থীরা মহাখালী ও নাখালপাড়ায় রেলপথ অবরোধ করলে এ সংঘর্ষ শুরু হয়েছে। আন্দোলনকারীরা রেললাইনে কাঠ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল শুরু করে।

মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল, রাবার বুলেট নিক্ষেপ করে। আন্দোলনকারীরা পুলিশের দিকে ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয় দফায় দফায়। এ অবস্থায় মহাখালী জুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বেলা ৩ টার দিকে তথ্য সংগ্রহকালে পুলিশের গুলিতে দৈনিক সরেজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার রিপন হাওলাদার গুরুতর আহত হয়েছেন।

পুলিশের গুলিতে আহত হয়ে রিপন মাটিতে লুটিয়ে পড়েন। পরে অন্য সাংবাদিকরা তাকে ধরাধরি করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সাংবাদিক রিপনের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া।

পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাটডাউন বাস্তবায়নে বেলা ১০টার দিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিল নিয়ে মহাখালী রেলগেট এলাকায় জড়ো হয়। তারা কোটা বাতিলের দাবিতে স্লোগান দেয়। এরপর শিক্ষার্থীরা মিছিল নিয়ে মহাখালী ও নাখালপাড়ায় রেলপথ অবরোধ করে। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এদিকে সর্বাত্মক শাট ডাউনে মহাখালী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। এবং সিটি বাস গুলোও চলছে না।

সরকার রাজীব, ঢাকাঃ রাজধানীর মহাখালী রেলক্রসিং এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। এসময় একজন সাংবাদিক পুলিশের গুলিতে গুরুতর আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে শিক্ষার্থীরা মহাখালী ও নাখালপাড়ায় রেলপথ অবরোধ করলে এ সংঘর্ষ শুরু হয়েছে। আন্দোলনকারীরা রেললাইনে কাঠ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল শুরু করে।

মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল, রাবার বুলেট নিক্ষেপ করে। আন্দোলনকারীরা পুলিশের দিকে ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয় দফায় দফায়। এ অবস্থায় মহাখালী জুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বেলা ৩ টার দিকে তথ্য সংগ্রহকালে পুলিশের গুলিতে দৈনিক সরেজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার রিপন হাওলাদার গুরুতর আহত হয়েছেন।

পুলিশের গুলিতে আহত হয়ে রিপন মাটিতে লুটিয়ে পড়েন। পরে অন্য সাংবাদিকরা তাকে ধরাধরি করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সাংবাদিক রিপনের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া।

পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাটডাউন বাস্তবায়নে বেলা ১০টার দিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিল নিয়ে মহাখালী রেলগেট এলাকায় জড়ো হয়। তারা কোটা বাতিলের দাবিতে স্লোগান দেয়। এরপর শিক্ষার্থীরা মিছিল নিয়ে মহাখালী ও নাখালপাড়ায় রেলপথ অবরোধ করে। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এদিকে সর্বাত্মক শাট ডাউনে মহাখালী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। এবং সিটি বাস গুলোও চলছে না।