নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নে ডেঙ্গু জ্বর ছড়িয়ে পড়ার সংবাদ পাওয়া গেছে। এ জ্বরে আক্রান্ত হচ্ছে লোকজন। বিশেষ করে পুটিবিলা ইউনিয়নে এম.চরহাট ও সন্নিহিত এলাকায় রোগীর সংখ্যা অধিক বলে জানা যায়।

স্থানীয় লোকজনের মতে, চলতি জুন মাসের ২য় সপ্তাহের শুরু থেকে এ রোগ দেখা দিয়েছে এখানে। ইতোমধ্যে ছড়িয়ে পড়ছে একই ইউনিয়নের অন্যত্রও।

পুটিবিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক জানান, ডেঙ্গু রোগে আক্রান্ত সংখ্যা প্রায় ১শ জন। ডেঙ্গু জ্বরে মারাত্মকভাবে আক্রান্ত ৩ ব্যক্তি চট্টগ্রাম নগরে বেসরকারী এক হাসপাতালে চিকিৎসাসেবা নিচ্ছেন বলে সূত্রটি জানায়। কয়েকজন চিকিৎসাসেবা নিচ্ছেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অন্য রোগীরা স্থানীয়ভাবে চিকিৎসাধীন। শুরু থেকে কয়েকদিনের মধ্যে বৃদ্ধি পেয়েছে আক্রান্তের সংখ্যা।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ বলেছেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম কাজ করছে এলাকায়। পুটিবিলা ইউনিয়নবাসীকে সাবধনতা অবলম্বের জন্য বলা হয়েছে। ইতোমধ্যে ব্যাপকভাবে প্রচার-প্রচারণা চালানো হয়েছে। আক্রান্তদেরকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাসেবা নিতে বলা হয়েছে। অত্র স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাসেবার ব্যবস্থা রয়েছে।

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নে ডেঙ্গু জ্বর ছড়িয়ে পড়ার সংবাদ পাওয়া গেছে। এ জ্বরে আক্রান্ত হচ্ছে লোকজন। বিশেষ করে পুটিবিলা ইউনিয়নে এম.চরহাট ও সন্নিহিত এলাকায় রোগীর সংখ্যা অধিক বলে জানা যায়।

স্থানীয় লোকজনের মতে, চলতি জুন মাসের ২য় সপ্তাহের শুরু থেকে এ রোগ দেখা দিয়েছে এখানে। ইতোমধ্যে ছড়িয়ে পড়ছে একই ইউনিয়নের অন্যত্রও।

পুটিবিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক জানান, ডেঙ্গু রোগে আক্রান্ত সংখ্যা প্রায় ১শ জন। ডেঙ্গু জ্বরে মারাত্মকভাবে আক্রান্ত ৩ ব্যক্তি চট্টগ্রাম নগরে বেসরকারী এক হাসপাতালে চিকিৎসাসেবা নিচ্ছেন বলে সূত্রটি জানায়। কয়েকজন চিকিৎসাসেবা নিচ্ছেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অন্য রোগীরা স্থানীয়ভাবে চিকিৎসাধীন। শুরু থেকে কয়েকদিনের মধ্যে বৃদ্ধি পেয়েছে আক্রান্তের সংখ্যা।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ বলেছেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম কাজ করছে এলাকায়। পুটিবিলা ইউনিয়নবাসীকে সাবধনতা অবলম্বের জন্য বলা হয়েছে। ইতোমধ্যে ব্যাপকভাবে প্রচার-প্রচারণা চালানো হয়েছে। আক্রান্তদেরকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাসেবা নিতে বলা হয়েছে। অত্র স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাসেবার ব্যবস্থা রয়েছে।