উত্তরা প্রতিনিধিঃ রাজধানীর দক্ষিণ খান এলাকায় বাসা বাড়িতে ঢুকে এক দল দূর্বিত্ত বাসা মালিককে জখম করে নগদ টাকা ও স্বর্ণ লুটপাট করেছে। দক্ষিনখান আশকোনা শুভ হোটেলের গলি বাসা নং ৩০৬ ফ্লাট নং ২/ বি, গত ১৮ জুন সকাল ১০ টায় ঘটনাটি ঘটেছে। ভুক্তভোগী আফসানা দক্ষিণ খান থানায় এ বিষয়ে অভিযোগ করলেও এবিষয়ে কোন মামলা নেয়নি পুলিশ।
বাদি আফসানা মিমির থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়,আফসানার বাসার ভাড়াটিয়া মোঃ টিটু ও জহিরের নেতৃত্বে হামলার ঘটনা ঘটে। ওই দিন সকালে পানির টাংকি ভরে নিচের ফ্লোরে পানি পড়াকে কেন্দ্র করে বাসার কেয়ারটেকারের সাথে বাকবিতন্ডার একপর্যায় ভাড়াটিয়া টিটু ও জহির তাকে বেধড়ক মারধর করে। এবিষয়ে বাসাসার কেয়ারটেকার মোঃ বাবুল বাসা মালিক আফসানা কে বিচার দিলে বাসার মালিক বিষয়টি নিয়ে তার ভাড়াটিয়া টিটু ও জহিরকে বলতে গেলে তারা রাগান্বিত হয়ে এক পর্যায় আফসানা মিমির ফ্লাটে ঢুকে তাদের মারধর করে এবং নগদ ২১ লাখ টাকা ও ৪২ ভরি স্বর্ণ লুটপাট করে।তবে অভিযোগে উল্লেখিত বিবাদী মোঃ টিটু ( ৪৮) ও ২মোঃ জহির( ৫০) বাদি আফসানার বাসার ভাড়াটিয়া যাহার ফ্লাট নং ৭/ এও ৬/ বি।
এছাড়া অভিযোগে মোঃ ইফাত ( ১৮) পিতা জহির, মো. সাকিব( ১৯) পিতা টিটু, সাদ্দাস সহ নাম না জানা আরও ১০/১২ জন অজ্ঞাতনামা উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে বাসা মালিক আফসানা পুলিশের সহযোগিতা পাচ্ছেনা বলে জানান।এ রিপোর্ট লেখা পর্যন্ত সংশ্লিষ্ট থানায় মামলা এন্ট্রি করেনি পুলিশ।
অভিযোগের তদন্তকারী পুলিশ অফিসার রায়হান বলেন, তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেওয়া হবে।




