প্রেস বিজ্ঞপ্তি: ফটিকছড়ি সৈয়দবাড়ি দরবার শরিফের প্রাণপুরুষ ওলিয়ে কামেল আওলাদে রাসুল (দ.) আল্লামা সৈয়দ আবদুল কাহের (রহ) এর বার্ষিক ফাতেহা শরিফ আজ শুক্রবার (০৩ মে) বিকেলে সৈয়দবাড়ি দরবার শরিফে অনুষ্ঠিত হয়। গাউছিয়া সমিতি ও গাউছিয়া যুব সমিতি বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন সৈয়দবাড়ি দরবার শরিফের সাজ্জাদানশিন আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ এর কেন্দ্রীয় মহাসচিব পীরে তরিকত আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা (মজিআ)।
তিনি বলেন, দ্বীন প্রচার ও মানব সেবায় মানুষকে উদ্বুদ্ধ ও উজ্জীবিত করাই আউলিয়ায়ে কেরামের জীবন দর্শন ও মিশন। ব্যক্তিগত চাওয়া পাওয়ার ঊর্ধ্বে ওঠে তাঁরা মানুষকে আল্লাহর পথে ডাকেন। এমনই একজন অসাধারণ বুজুর্গ ব্যক্তিত্বই হলেন পীরে কামেল আল্লামা সৈয়দ আবদুল কাহের (রহ)। তাঁর প্রজ্ঞা, ইলম, বুজুর্গী ও অনন্য জীবনাদর্শ দেখে সত্যিই অভিভূত হতে হয়।
প্রধান অতিথি ছিলেন ১৭নং জাফতনগর ইউনিয়ন পরিষদ-এর চেয়ারম্যান আলহাজ্ব জিয়া উদ্দিন জিয়া।
মাহফিলে মুখ্য আলোচক ছিলেন সৈয়দবাড়ি দরবার শরিফের নায়েবে সাজ্জাদানশিন পীরজাদা মাওলানা সৈয়দ তৌছিফুল হুদা।
আলোচক ছিলেন- নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মুফতি জসিম উদ্দিন আল কাদেরী, মাওলানা মুফতি শামসুল আলম হোসাইনী, মো. আবদুল হালিম, মো. নুরুল আবছার, মাওলানা হাফেজ নাছির উদ্দিন আল কাদেরী, মাওলানা নুরুল ইসলাম রেজভি, হাফেজ মোহাম্মদ আলী, মাওলানা আবু বকর সিদ্দিকী, মো. আবু তাহের জসিম, মো. আইয়ুব চৌধুরী, জহিরুল ইসলাম বাবর, মাওলানা বেলাল উদ্দিন, নুরুল আলম মোল্লা, মুহাম্মদ সেলিম উদ্দিন, মুহাম্মদ কামাল উদ্দিন, মাষ্টার মুহাম্মদ ইসমাঈল, দিদারুল আলম, আজিজুল ইসলাম, মুহাম্মদ মনির, মুহাম্মদ শাহাজালাল, মুহাম্মদ আলমগীর, নুরুল ইসলাম প্রমুখ।
সঞ্চালনায় ছিলেন মাওলানা মুহাম্মদ আবু জাফর। মিলাদ কেয়াম শেষে বিশ্বের নিপীড়িত মানুষের পরিত্রাণ এবং দেশ ও বিশ্ববাসীর ওপর আল্লাহর রহমত কামনায় মুনাজাত পরিচালনা করেন পীরে তরিকত আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা (মজিআ)।




