ক্রাইম প্রতিবেদক: গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) কর্তৃক অভিযানে ৫০০ অ্যাম্পুল বু্প্রেনরফাইন ইনজেকশন, ৫৫ বোতল ফেন্সিডিল ও ২ দুই বোতল বিলাতী মদসহ ৪ জন গ্রেফতার। আজ বুধবার (০২ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় পরিদর্শক মো: লোকমান হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) গাইবান্ধার একটি অভিযানিক দল গোবিন্দগঞ্জ থানাধীন ঘোড়াঘাট টু গোবিন্দগঞ্জ রিজিওনাল সড়কের নাসিরাবাদ হিলালীপাড়াস্থ বাইতুন নুর জামে মসজিদের কাছে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশী করে প্রথমে মটরসাইকেলসহ চালক মো: কাউসার হোসেন (৩০) কে ৫৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে।

আরেক তল্লাশী অভিযানে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহন গাড়ীর যাত্রীদ্বয় মো: নয়ন ইসলাম(৪৮),ও মো: রকি ৩০ কে কসটেপ দিয়ে ২৫০ পিস করে উভয়ের পেটে আটকানো অবস্থায় মোট ৫০০ পিস অবৈধ বুপ্রেনরফাইন ইনজেকশনসহ আটক করা হয়। উভয় অভিযানে আটক আসামী ৩ জনকে অবৈধ মাদকসহ তাৎক্ষনিক গ্রেফতার করা হয়।
এদিকে দুপুর ২ টায় একই স্থানে একটি ব্যাটারী চালিত ইজিবাইক তল্লাশী করে যাত্রী মো: আবুল হোসেন (৩৬)কে ২ বোতল ভারতীয় মদ MAGIC MOMENTS সহ গ্রেফতার করা হয়।
অবৈধ মাদক বহনকারী ৪ জন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ডিএনসি গাইবান্ধার পরিদর্শক মো লোকমান হোসেন, উপপরিদর্শক মো: শাকিলার রহমান ও উপপরিদর্শক মো: শাহ অালম বাদী হয়ে নিয়মিত মামলা দায়ের করেছেন এবং অভিযুক্তদের থানায় সোপর্দ করা হয়েছে।
Post Views: 329



