ক্রাইম প্রতিবেদক: পিরোজপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কাউখালী থানাধীন মধ্য শিয়ালকাঠী গ্রামে অভিযান পরিচালনা করে আজ বুধবার (০২ জানুয়ারী) সকালে কুখ্যাত দুই নারী মাদক ব্যবসায়ীসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে ৮৫০০ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট ও নগদ ২ লাখ ৪ হাজার ৫০০ টাকাসহ গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন, কুখ্যাত মাদক সম্রাজ্ঞী শারমীন আক্তার(৪৫), মেহেদী হাসান ওরফে মুন্না(১৯),ইকতার জাহান তিশা ও সাইফুল ইসলাম ওরফে পায়েল(২৬)। তাদের বিরুদ্ধে কাউখালী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Post Views: 685



