নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯৮৯টি নমুনা পরীক্ষা করে ৭২৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং করোনায় তিনজন মারা গেছেন।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১৪টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ৫৩০ জন নগরের ও ১৯৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২০ হাজার ৪৪৩ জন। এর মধ্যে নগরের ৮৭ হাজার ৮০৭ জন এবং উপজেলার ৩২ হাজার ৬৩৬ জন।
এ ছাড়া মোট মারা যাওয়া ১ হাজার ৩৫৮ জনের মধ্যে ৭৩৩ জন নগরের এবং ৬২৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
Post Views: 582



